এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজাররে গ্রেফতার ইডির

১৩ হাজার কোটি টাকার জালিয়াতির অভিযোগে ইডির হাতে গ্রেফতার এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজার। কলকাতায় একটি ব্যাঙ্কে কর্মরত থাকাকালীন তিনি এই জালিয়াতি করেছিলেন বলে অভিযোগ। শুক্রবার রাতে ওই ব্যক্তিকে দিল্লি থেকে গ্রেফতার করেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।
সূত্রের খবর, ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে কলকাতায় একটি রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কের সিএমডি পদে ছিলেন অভিযুক্ত। সেই সময়ই একাধিক কাগুজে কোম্পানি খুলে বহুবার ঋণ নিয়েছিলেন সুবোধকুমার গোয়েল নামে ওই ব্যক্তি। এইভাবে অন্তত ১২-১৩ হাজার কোটি টাকা তছরুপ করেন তিনি। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই তদন্ত শুরু করে ইডি। সেই মামলার সূত্র ধরেই এই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
শুক্রবারই অন্য একটি মামলায় গুজরাতের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধেও অর্থ তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, তিনি অন্তত ১৫টি ব্যবসায়িক সংস্থার সঙ্গে যুক্ত।
এদিকে পশ্চিমবঙ্গে তো বিগত কয়েক মাসে লাগাতার ইডি হানা দিয়েছে। বিভিন্ন মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তল্লাশি অভিযান করেছেন। সম্প্রতি মেডিক্যাল দুর্নীতির তদন্তে নিউ টাউন-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি অভিযান চলে। মূল অভিযোগ, এনআরআই কোটায় মেডিক্যাল কলেজে ভর্তিতে দুর্নীতি হয়েছে। সেই মামলাতেই ইডির এই অভিযান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 3 =