নতুন সাররিয়েল কালেকশনের মাধ্যমে ২০০-রও বেশি হেয়ার স্টাইলিস্টের দক্ষতা বৃদ্ধি গোদরেজ প্রোফেশনালের

গোদরেজ প্রোফেশনাল একটি পেশাদার হেয়ার ব্র্যান্ড। গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড চুলের পরিচর্যা, রং, স্টাইলিং এবং চুকে ভালো রাখার চিকিৎসার প্রোডাক্ট বিক্রি করে। এই ব্র্যান্ড তার সাম্প্রতিকতম হেয়ার কালার সম্ভার, দ্য সাররিয়েল কালেকশন, আর চুল সোজা করার আধুনিক কৌশল, স্ট্রেট স্মুদ প্রকাশ করল। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এখন কলকাতার অগ্রগণ্য স্যালোনগুলিতে এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে এই সম্ভারগুলি পাওয়া যাচ্ছে।
এই উপলক্ষে গোদরেজ প্রোফেশনাল এক সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে যেখানে গোটা কলকাতা ও পশ্চিমবঙ্গ থেকে ২০০-র বেশি স্যালোনিস্ট এবং স্টাইলিস্ট অংশ নেন। এই অনুষ্ঠানে ছিল সার্বিক প্রশিক্ষণ সেশন, যা ডিজাইন করা হয়েছিল স্যালোনের পেশাদারদের আধুনিকতর কালারিং কৌশল প্রয়োগের দক্ষতা বাড়ানোর জন্যে। এই সেশনে নজর কেড়েছিল এক দুর্দান্ত হেয়ার শো, যেখানে সাররিয়েল কালেকশনের যাবতীয় গৌরব তুলে ধরা হয়। একই সঙ্গে এদিনের সন্ধায় এই অনুষ্ঠানে  গ্ল্যামারের ছোঁয়া আনতে র্যাম্পে হাঁটেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তিনি এই সম্ভারের একটি একান্ত নিজস্ব সাজ দর্শকদের সামনে তুলে ধরেন।
অভিনভ গ্রান্ধী, বিজনেস হেড, গোদরেজ প্রোফেশনাল, বলেন ‘কয়েক দশক ধরে গোদরেজ ভারতের হেয়ার কালারের বাজারে গোদরেজ পথ দেখিয়েছে। শুধু তাই নয়, খুচরো ব্যবসায় নিজেদের আধিপত্যও বজায় রেখেছে। পাশাপাশি এই ইন্ডাস্ট্রিতে এক বৈপ্লবিক পরিবর্তনও এনেছে। এই পারদর্শিতার উপর ভিত্তি করে আমরা কয়েক বছর আগে গোদরেজ প্রোফেশনাল নিয়ে পেশাদার চুলের পরিচর্যায় প্রবেশ করেছি। আমাদের সুনির্দিষ্ট কিছু ভবিষ্যৎ পরিকল্পনা আছে। আমরা হেয়ার স্টাইলিস্টদের ক্ষমতায়ন করতে চাই আর স্যালোনগুলোকে উদ্ভাবন ও সৃজনশীলতার কেন্দ্রে পরিণত করতে চাই।’
এর পাশাপাশি অভিনভ  আরও বলেন, ‘আজকালকার হেয়ার স্টাইলিস্টরা স্যালোনের আসল ইনফ্লুয়েন্সার। তাঁদের কী কী দক্ষতা আছে তা পরিষেবার গুণমান এবং ক্লায়েন্টদের সন্তুষ্টির উপর নির্ভর করে। তাই গত কয়েক বছর ধরে গোদরেজ প্রোফেশনাল সারা ভারতে কয়েক হাজার স্যালোনে প্রশিক্ষণ দিয়েছে শুধু নয়,হেয়ার স্টাইলিংয়ের পরবর্তী প্রজন্মের প্রতিভাদের লালন করতে শিক্ষাও জুগিয়েছে। আর ২০২৫ এক নতুন সাহসী অধ্যায়ের সূচনা। এবার গোদরেজ প্রোফেশনাল তার প্রশিক্ষণ ও দক্ষতা বাড়ানোর উদ্যোগকে জাতীয় স্তরে নিয়ে যেতে চলেছে। ১১টা শহরের ৩,০০০+ স্যালোনকে এর সাথে যুক্ত করার পরিকল্পনা আছে। এর অংশ হিসাবে আমরা পশ্চিমবঙ্গে বসবাসকারী হেয়ার স্টাইলিস্টদের জন্যে কলকাতায় প্রশিক্ষণ আর হেয়ার শোয়ের আয়োজন করেছি। স্টাইলিস্টদের সেইসব টুল আর টেকনিক আমরা জোগাচ্ছি যেগুলো তাদের সফল হওয়ার জন্যে দরকার। এইভাবে আমরা তাদের ভারতের হেয়ার স্টাইলিংয়ের ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করছি।’
সাররিয়েল কালেকশন হল ভারতের প্রথম চুলের রংয়ের সম্ভার,যার অনুপ্রেরণা হিসাবে কাজ করেছে পৃথিবীর সবচেয়ে চমকপ্রদ প্রাকৃতিক বিস্ময়গুলি। গোদরেজ প্রোফেশনালের ন্যাশনাল টেকনিকাল হেড শৈলেশ মুলিয়া; গোদরেজ প্রোফেশনালের ক্রিয়েটিভ ডিরেক্টর ইয়ান্নি সাপাতোরি এবং গোদরেজ প্রোফেশনালের টেকনিকাল অ্যাম্বাসাডর নাজীব-উর রহমানের যৌথ প্রচেষ্টায় তৈরি এই উদ্ভাবনীমূলক সম্ভার এই প্রাকৃতিক প্যালেট নিয়ে এসেছে চারটে আলাদা আলাদা রংয়ে: মফি মার্ভেল (গিজার পিরামিডের মোকা ও কফি টোন থেকে), ট্যাঞ্জারিন ড্রিম (অ্যান্টিলোপ ক্যানিয়নের তামাটে-সোনালি রং থেকে), রোজলেট ব্লিস (সেরানিয়া দে হর্নোকালের গোলাপি ও বেগুনি রং থেকে) আর মুনলিট মিস্ট (চাঁদনি রাতের রুপোলি-ছাই রংয়ের আভাস থেকে)। প্রত্যেকটাতেই ডাইমেনশন আর কালার প্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একদিকে ডাইমেনশন দেয় অ্যামোনিয়ামুক্ত চুলের রং। তাতে থাকে পেপটাইড এবং পুষ্টিকর তেল, যা স্বাস্থ্যকর, দীর্ঘমেয়াদি রং দেয়। অন্যদিকে কালার প্লে থেকে পাওয়া যায় হাইড্রোলাইজড কেরাটিন আর হায়ালুরোনিক অ্যাসিডে সমৃদ্ধ প্রাণবন্ত শেড। এই জিনিসটি চুলের মেরামতি থেকে শক্তি বৃদ্ধি করা এবং আর্দ্রতা যোগ করার জন্যে খ্যাত।
গোদরেজ প্রোফেশনাল হেয়ার শোয়ে র্যাম্পে হাঁটার পাশাপাশি অভিনেত্রী রুক্মিণী মৈত্র জানান,’আমার জন্যে চুল হল নিজেকে প্রকাশ করার এক জোরালো মাধ্যম। এটা আমার মেজাজের, আমার যাত্রার, কখনো কখনো আমার সবচেয়ে সাহসী পছন্দগুলোর প্রতিফলন। সাররিয়েল কালেকশন প্রকৃতি থেকে নেওয়া চমকপ্রদ রংগুলো দিয়ে সেই আবেগকে জীবন্ত করে তোলে। আমার দেখে রোমাঞ্চ হচ্ছে যে গোদরেজ প্রোফেশনালের মত একটা ব্র্যান্ড শুধু চুল নিয়ে শিল্পের সীমাই বড় করছে না, সারা রাজ্যের স্টাইলিস্টদের আপস্কিলিং করার কাজেও হাত লাগাচ্ছে। সৃজনশীলতা আর ক্ষমতায়নের এই মিশ্রণই সত্যিকারের তফাত গড়ে দেয়।’
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়,গোদরেজ প্রোফেশনাল স্ট্রেট স্মুদও চালু করেছে। এ হল চুল সোজা করার এক আধুনিক সমাধান যা কোঁচকানো বা কোঁকড়ানো চুলকে মসৃণ, চকচকে এবং আর্দ্রতাপূর্ণ চুলে পরিণত করে। ফাইবার রিবন্ডিং টেকনোলজি দ্বারা পুষ্ট এই প্রোডাক্ট আর্দ্রতা আর নমনীয়তার জন্য সিল্ক অ্যামাইনো অ্যাসিড আর আর্দ্রতা ধরে রাখতে, চুল কুঁকড়ে যাওয়া কমাতে হায়্যালুরনিক অ্যাসিডের মিশ্রণ ঘটিয়েছে। ফলে মসৃণ, সাবলীল চুলের সঙ্গে নিখুঁত স্যালন ফিনিশও পাওয়া সম্ভব হয়।
স্টাইলিস্টরা এই ব্র্যান্ডের শিক্ষা ও টেকনিকাল অ্যাম্বাসাডরদের সঙ্গে আদানপ্রদানমূলক প্রশিক্ষণ সেশনে অংশগ্রহণ করেন। সেখানে তাঁদের সাররিয়েল কালেকশন দেখানো হয়। এই সেশনের নেতৃত্বে ছিলেন ইয়ান্নি সাপাতোরি। তিনি ডাইমেনশন আর কালার প্লে রেঞ্জ ব্যবহার করে স্টাইলিস্টদের সাম্প্রতিকতম হেয়ার স্টাইলিং কৌশলগুলো চালু করার ব্যাপারে পরামর্শ দেন। নাজীব-উর রহমানের পাশাপাশি শৈলেশ মুলিয়াও নতুন স্ট্রেট স্মুদ সম্ভার সম্পর্কে বলেন।
সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে, সাররিয়েল কালেকশন আর স্ট্রেট স্মুদ রেঞ্জ এখন কলকাতা ও পশ্চিমবঙ্গের অগ্রগণ্য স্যালোনগুলোতে পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − five =