প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ছাদ থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী যুবক

প্রেমে প্রত্যাখ্যান। এরপরই চরম সিদ্ধান্ত নিয়ে বসলেন বি টেক দ্বিতীয় বর্ষের ছাত্র সৌরভ সুমন।  একেবারে ছাদ থেকে ঝাঁপ দিয়ে বসেন সৌরভ। এরপর হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা করা সম্ভব হয়নি।  চাঞ্চল্যকর এই ঘটনার সাক্ষী রাজারহাট। পুলিশ সূত্রে খবর,মৃত ছাত্রের নাম সৌরভ সুমন। বাড়ি বিহারের ভাগলপুরে। বারাসতে একটি বেসরকারি কলেজে ইঞ্জিনিয়রিংয়ের ছাত্র ছিলেন এই সৌরভ। থাকতেন ঝাউতলায় তিরুপতি অ্যাপার্টমেন্টে।
সূত্রের খবর, শনিবার কলেজ ফেস্টে যাওয়ার কথা ছিল সৌরভের। তাঁকে নিতে বিকাল ৪টে নাগাদ এক বন্ধু ও এক বান্ধবী আসে তাঁর ঝাউতলার ফ্ল্যাটে। কিন্তু, সৌরভ ফেস্টে যাবেন না বলে জানিয়ে দেন। বন্ধুদের জানান তিনি জিমে যাবেন। এরই মধ্যে রাত ৯টা নাগাদ এক বন্ধুকেও ফোন করেন। শারীরিক অসুস্থতার কথা জানান। আদতে তাঁর মনে কি চলছে তা কেউ টের পাননি। সৌরভও বুঝতে দেননি কিছু সময়ের মধ্যেই তিনি কী করতে চলেছেন সে ব্য়াপারেও। বন্ধুদের সঙ্গে কথা হওয়ার কিছু পরেই শ্রীরাম ক্লাব টাউনের ভিতরে ঢুকে ছাদে গিয়ে ঝাঁপ দেন সৌরভ। স্থানীয় বাসিন্দারাই তাঁকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে নিয়ে যান বিধাননগর মহকুমা হাসপাতালে। কিন্তু ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করে দেন। পুলিশ বন্ধু-বান্ধবদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সম্পর্কজনিত সমস্যা নিয়ে বেশ কিছুদিন ধরেই সমস্যায় ছিলেন ওই যুবক। শেষ পর্যন্ত প্রেমে প্রত্যাখ্যাত হয়েই চরম সিদ্ধান্ত নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + eight =