শাহরুখ খানকে নিয়ে নতুন তিন ফিল্মের ক্যাম্পেন লঞ্চ মুথূট ফিনকর্পের

১৩৮ বছরের পুরনো মুথূট পাপ্পাচান গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি মুথূট ফিনকর্প লিমিটেড (এমএফএল), যা মুথূট ব্লু নামেও পরিচিত, এবার তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানকে নিয়ে তিন ফিল্মের এক মনোরঞ্জক বিজ্ঞাপনী ক্যাম্পেন লঞ্চ করল। এই ক্যাম্পেন মুথূট ফিনকর্পকে ভারতের আদি স্বর্ণঋণ বিশেষজ্ঞ হিসাবে দেখিয়েছে এবং স্বর্ণঋণকে প্রত্যেক ভারতীয়ের নাগালের মধ্যে আনতে, মসৃণ ও নির্ঝঞ্ঝাট করতে ব্র্যান্ডের দায়বদ্ধতাও যে রয়েছে তা তুলে ধরা হয়েছে।

এই ক্যাম্পেনের কেন্দ্রে রয়েছে এক জোরালো বার্তা, স্বর্ণঋণের ক্রেতাদের ক্ষমতায়ন করার কথা, ক্লান্ত করার কথা নয়। সঙ্গে এও বলা হয়েছে, ৩৭০০-র বেশি শাখা এবং মুথূট ফিনকর্প ওয়ান অ্যাপের মাধ্যমে স্মার্ট ডিজিটাল অভিজ্ঞতা জুগিয়ে মুথূট ফিনকর্প শুধু একটা মিসড কলেই বিশ্বাস আর প্রযুক্তির মেলবন্ধন ঘটিয়ে যে কোনও সময়ে, যে কোনো জায়গায় স্বর্ণঋণ সরবরাহ করতে পারে।

মুনশট দ্বারা পরিকল্পিত এই ক্যাম্পেন রোজকার ঋণ নেওয়ার লড়াইগুলোকে হাসিঠাট্টা এবং স্বস্তির মুহূর্তে পরিণত করতে পেরেছে শাহরুখের চিরকালীন জাদুতে। লম্বা লাইন টপকে যাওয়াই হোক বা অপ্রয়োজনীয় কাগজপত্র এড়িয়ে যাওয়াই হোক বা লোন অফিসারদের সন্তুষ্ট করতে উলটো পালটা নাচ, এমন প্রত্যেকটা ফিল্ম রসিকতাই দর্শকদের মনে করিয়ে দেয় যে আসল নায়ক হল মুথূট ফিনকর্পের নির্ঝঞ্ঝাট ঋণ প্রক্রিয়া। এখানে আরও একটা কথা বলে রাখা ভাল, এই তিনটে ছবিই মুথূট ফিনকর্পে স্রেফ একটা মিসড কল দিয়ে স্বর্ণঋণ পাওয়ার যে সরলতা তার উপর জোর দেয়।

ক্যাম্পেনের বিশেষ বৈশিষ্ট্য:

* ফিল্ম ১: এক ব্যবসায়ী একটি ঋণ প্রকল্পের জন্য শাহরুখের এনডর্সমেন্ট চাইছেন। কিন্তু তিনি শাহরুখের মহাতারকা ভাবমূর্তি দিয়ে লোন ম্যানেজারকে মোহিত করার আগেই মুথূট ফিনকর্পের সহজ স্বর্ণঋণ অনুমোদিত হওয়ার অ্যালার্ট এসে যায়। শাহরুখ যথার্থভাবেই বলেন, উনি জানতেন যে মুথূট ফিনকর্পে ঋণের প্রক্রিয়া মসৃণ। – https://youtu.be/An5t-3plQ20

* ফিল্ম ২: এক মুথূট ফিনকর্প শাখায় শাহরুখ একজন ব্যবসায়ীকে ঋণ পাইয়ে দিতে নাচতে শুরু করেন। কিন্তু মুথূটের ম্যানেজারই আসল হাততালিটা কুড়িয়ে নেন আসল কথাটা বলে: মুথূট ফিনকর্পের ঋণ প্রক্রিয়া একেবারে সোজাসাপ্টা। প্রক্রিয়াটাই আসল তারকা। শাহরুখ মাথা নেড়ে সম্মতি জানান, মন্তব্য করেন যে ফিনকর্পের ঋণ প্রক্রিয়া সর্বদা সহজ।- https://youtu.be/IlgJqzuT8g0

* ফিল্ম ৩: এক বন্ধুর টাকার আশু প্রয়োজন। তাই শাহরুখ সাহায্য করতে এগিয়ে আসেন এবং এমনকি শনিবার হলেও মুথূট ফিনকর্প এগিয়ে আসে। একটা সূক্ষ্ম পাঞ্চলাইন আসল কথাটা বলে দেয়: বন্ধুদের উপর ভরসা রাখতে পারেন, তবে স্মার্ট ঋণগ্রহীতারা ভরসা রাখেন মুথূট ফিনকর্পের উপর।- https://youtu.be/ndoZIQDm1xY

এই প্রসঙ্গে শাজি ভার্গিস, সিইও, মুথূট ফিনকর্প জানান, ‘১৩৮ বছরের বেশি সময়ের উত্তরাধিকার নিয়ে আমরা ভারতের আদি স্বর্ণঋণ বিশেষজ্ঞ হিসাবে আমাদের অবস্থান আরও একবার দেখিয়ে দিয়েছি আমাদের সাম্প্রতিকতম অ্যাড ক্যাম্পেনে। এই ক্যাম্পেনগুলো গ্রাহকদের উদ্ভাবনীমূলক ও সুবিধাজনক আর্থিক সমাধান জুগিয়ে ক্ষমতায়ন ঘটানোর যে দীর্ঘমেয়াদি লক্ষ্য আমাদের রয়েছে, সেদিকে এক তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর এসআরকে-র সঙ্গে আবার যুক্ত হতে পেরে রোমাঞ্চিত। আমরা একসঙ্গে আমাদের স্বর্ণঋণ প্রক্রিয়ার সরলতা ও স্বাচ্ছন্দ্য তুলে ধরছি, যা বিশ্বস্ত আর্থিক পরিষেবা দাতা হিসাবে আমাদের পরিচিতি আরও জোরদার করবে। শাহরুখের রসবোধ আর ক্যারিশমা আমাদের স্বর্ণঋণ পরিষেবার স্বাচ্ছন্দ্য আর সুলভতাকে জীবন্ত করে তুলেছে। এটা আমাদের গ্রাহকদের তাঁদের লক্ষ্যপূরণের ক্ষমতা দেয়।’দেবাইয়া বোপান্না, কো-ফাউন্ডার, মুনশট, জানান, ‘লেগ্যাসি ব্র্যান্ড নিয়ে কাজ করা সবসময়েই আমাদের সমৃদ্ধ করে, কারণ তাদের ইতিহাসের প্রতি শ্রদ্ধা বজায় রেখেও নতুন কিছু করতে হয় এবং নিশ্চিত করতে হয় যে তাদের সমৃদ্ধ ব্র্যান্ড ইকুইটি যেন বাড়ে। মুথূট ফিনকর্প বিশেষভাবে আকর্ষণীয় ছিল কারণ এটা একটা ১০০ বছরের বেশি বয়সী ব্র্যান্ড, যাদের মুখ হলেন পৃথিবীর সবচেয়ে বড় সুপারস্টার। মুথূট ফিনকর্প টিমের সঙ্গে কাজ করে খুব আনন্দ পেয়েছি। ওরা সাহসী আইডিয়াকে স্বাগত জানিয়েছে এবং সব খুঁটিনাটি ঠিক রাখতে আমাদের আরেকটু বেশি চেষ্টা করতে উৎসাহ দিয়েছে। এসআরকে-র সঙ্গে কাজ করা একটা স্বপ্ন ছিল। উনি ইম্প্রোভাইজ করেছেন, নিখুঁত টেক দিয়েছেন আর সৃজনশীলতার দিকটাকে কয়েক ধাপ উঁচুতে তুলে নিয়ে গেছেন।’ শুধুতাই নয়, একাধিক ভাষায় এবং একাধিক চ্যানেলে লঞ্চ হয়েছে এই ক্যাম্পেন।  হিন্দি, মালয়ালম, তেলুগু, কন্নড়, তামিল আর গুজরাটি ভাষায় টিভি, ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রিন্ট, আউটডোর এবং অন-গ্রাউন্ড অ্যাকটিভেশনের মধ্যে দিয়ে চলবে এই ক্যাম্পেন, যাতে ভারত জুড়ে দর্শকদের কাছে সর্বাধিক দৃশ্যমানতা এবং তাঁদের সঙ্গে যোগাযোগ নিশ্চিত করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × four =