সাংগঠনিক রদবদলের পর বীরভূমে দলের জেলা সভাপতি আর পদে নেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অত্যন্ত স্নেহধন্য কেষ্ট অর্থাৎ অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ওইপদই তুলে দিয়েছে তৃণমূল। অনুব্রত এবার শুধুই কোর কমিটির সদস্য। বীরভূমে বড় রদবলের পর রবিবার হয় কোর কমিটির বৈঠক। সূত্রের খবর, কোর কমিটির বৈঠক চলাকালীন অনুব্রত মণ্ডলকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে এও
জানা গিয়েছে, অনুব্রতর সঙ্গে কোর কমিটির বৈঠকের সময় ফোন করেন মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো। কোর কমিটি কীভাবে চলবে, পাশাপাশি তার যে প্রোগ্রাম গুলি আগে থেকে ঘোষণা করা হয়েছিল সেগুলি থাকবে কিনা তা নিয়েই মুখ্যমন্ত্রী কথা বলেন অনুব্রতর সঙ্গে। একইসঙ্গে আরও একাধিক বিষয়ে মুখ্যমন্ত্রী কথা হয় দুজনের, এমনই খবর তৃণমূল সূত্রে। তবে এ ব্য়াপারে মুখে কুলুপ এঁটেছেন কোর কমিটির সদস্যরা। অন্যদিকে বিকাশ রায় চৌধুরীও জানান ফোন করেছিলেন তৃণমূল সুপ্রিমো ততা মুখ্যমন্ত্রী স্বয়ং। এদিকে কোর কমিটির আরেক সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানান ‘অনেকেরই ফোন আসছিল তবে কে ফোন করেছিল না করেছিল সেই বিষয়ে আমি কিছু বলতে পারব না।’ তৃণমূল সূত্রে এও খবর মিলেছে,আগামী মাসের ১৪ তারিখ ও ২৮ তারিখ ফের কোর কমিটির বৈঠক হতে চলেছে। ১৪ তারিখ সিউড়ি ও ২৮ তারিখ এই কোর কমিটির বৈঠক ফের হবে বোলপুরে। এছাড়াও অনুব্রত মণ্ডল যে সিদ্ধান্ত নিয়েছিলেন আগে ২৫,২৬ এবং ২৭ তারিখে এই মাসেই তিনটি মহকুমা বোলপুর সিউড়ি ও রামপুরহাটে মিছিল করার কথা ছিল তা সিলমোহর দিয়েছে কোর কমিটি এমনই জানান আশিস বন্দ্যোপাধ্যায় কোর কমিটির অন্যতম সদস্য। একইসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায় এও জানান, এদিনের কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে,সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষ নানা ধরনের পোস্ট করছে যা আর করা যাবে না। কারণ, এই সব পোস্টে এমন কিছু ঘটনার উল্লেখ করা হচ্ছে তা দলের ভাবমূর্তিকে নষ্ট করছে। এরপর এমন দল বিরোধী কাজ করলেতাদেরকে দল থেকে বহিষ্কার করা হতে পারে এমনই জানালেন আশিস বন্দ্যোপাধ্যায়।