তুমুল উত্তেজনা দক্ষিণ কলকাতার এক বেসরকারি স্কুলে। অভিযোগ, পড়ুয়াদের জন্য সুরক্ষার অভাব। স্কুল কর্তৃপক্ষও এই ব্যাপারে উদাসীন। তার সঙ্গে রয়েছে আরও একাধিক অভিযোগ। আর এই সব ইস্যুতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের একাংশের হাতাহাতির উপক্রম হয় বলে সূত্রে খবর।
দক্ষিণ কলকাতার নেতাজি নগর এলাকায় নর্মদা স্কুলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিভাবকদের অভিযোগ, স্কুলে পর্যাপ্ত ফায়ার সেফটি নেই এদিকে দিনের পর দিন ক্লাস চলছে। বহুবার বলা সত্ত্বেও বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ উদাসীন। শুধু তাই নয়, স্কুলের অভ্যন্তরীণ ম্যানেজমেন্টের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তোলেন অভিভাবকরা।
এদিকে সূত্রে খবর,অভিভাবকদের একাংশের ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই শিক্ষক বদলি করে দেওয়া হয় স্কুলে। এছাড়াও অভিভাবকদের না জানিয়ে স্কুল ছুটিও দিয়ে দেওয়া হয় প্রায়শই। পাশাপাশি, অভিভাবকদের না জানিয়ে প্রিন্সিপালকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। আর এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিনা কারণে।