বাংলাদেশি অনুপ্রবেশকারী আজাদ শেখকে ৪ জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। আদালত সূত্রে খবর, পুলিশের তরফে আদালতে দাবি করা হয়, আজাদের একাধিক ভুয়ো নথি তৈরির পিছনে বড় চক্র কাজ করছে। এ ব্যাপারেও ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় তল্লাশি চালানো হয়েছে। আর এই তল্লাশির ঘটনায় একের পর এক নতুন নতুন তথ্যও সামনে আসছে। পাশাপাশি আজাদকে আরও জেরা করার প্রয়োজন আছে বলেও মনে করছেন তদন্তকারীরা। তাই আরও বেশি সময় পুলিশি হেফাজতের দাবি জানায় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ন্য়াজাট থেকেই নকল আধার কার্ড তৈরি করেছিলেন তিনি। আর এই ঘটনার তদন্তে নেমেই, খোঁজ মিলেছে ৪ জন মিডলম্য়ানেরও।
প্রসঙ্গত, সম্প্রতি কালীঘাটের সামনে থেকে গ্রেপ্তার করা হয় হন বাংলাদেশি অভিযুক্ত একচল্লিশ বছর বয়সি আজাদ শেখকে। ১৮ তারিখ সকাল সাড়ে ছ’টা নাগাদ অভিযুক্ত ব্যক্তি নেতাজিনগর থানার এক পুলিশ কর্মীকে ধাক্কা মারে কালীঘাটের সদানন্দ রোডে। ঘটনার জিজ্ঞাসাবাদের সময় পুলিশ যখন তার থেকে নথিপত্র চায় তখন সে ভুল নথি দেয় এবং সেখানে পুলিশের সন্দেহ হয়, পরবর্তীতে জানা যায় আজাদ শেখ আদতেই বাংলাদেশের বাসিন্দা। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফরেন অ্যাক্ট- র অধীনে মামলা করে তদন্ত চালাচ্ছে পুলিশ