পেটে ব্যথা ও বমির উপসর্গ নিয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শহরের বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
রবিবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে। জানানো হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক শারীরিক পরীক্ষা করানো হয়েছে। সেখানেই ধরা পড়েছে তিনি প্যানক্রিয়াটাইটিস এবং গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিসে আক্রান্ত। বর্তমানে তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ওই বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, প্রাক্তন বিচারপতির শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তবে এখনই চিন্তামুক্ত হওয়া যাচ্ছে না বলেও জানানো হয়েছে ওই হাসপাতালের তরফ থেকে। তাঁর চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই দলে রয়েছেন ইন্টারনাল মেডিসিন, ক্রিটিক্যাল কেয়ার, কার্ডিওলজি, পালমোনোলজি, এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি ও সার্জারির বিশিষ্ট চিকিৎসকরা।
এদিকে সূত্রে খবর, শনিবার রাতেই আচমকা় অসহ্য পেটে ব্যথা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বাড়িতেই বেশ কয়েকবার বমিও হয় তাঁর। উপসর্গ দেখা দিতেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তমলুকের সাংসদকে। সিঙ্গেল আইসিইউ-তে রেখে চিকিৎসা শুরু হয় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হাসপাতাল সূত্রে খবর, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টা তাঁর চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকরা।