খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল, বুধবার থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা

দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। নানা টালবাহানায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পরেও আটকে ছিল কলেজে ভর্তির প্রক্রিয়া। অবশেষে কাটল জট। মূলত এর পিছনে কাজ করছিল ওবিসি সংরক্ষণ ইস্যু। সেই জট কাটিয়ে মঙ্গলবার খুলে গেল কলেজে ভর্তির পোর্টাল। ফলে বুধবার থেকেই আবেদন করতে পারবেন পড়ুয়ারা।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান,বুধবার সকাল ১০টা থেকে শুরু হবে আবেদনের প্রক্রিয়া। মোট ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে এই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে। আর এই আবেদন প্রক্রিয়া পিছনে খরচ করতে হবে না একটি পয়সাও। সম্পূর্ণটাই হবে বিনামূল্যে, এমনটাও জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য।
তবে এই পোর্টালে আবেদন করতে হবে বেশ কিছু নিয়ম মেনে। যেমন,
 প্রথমেই এই পোর্টালে পড়ুয়াকে রেজিস্ট্রেশন করতে হবে নিজস্ব তথ্য দিয়ে। এরপরই আবেদনকারী পাবেন একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড। যা দিয়েলগ ইন করতে হবে পোর্টালে। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়,একজন পড়ুয়া সর্বোচ্চ ২৫টি আবেদন করতে পারবে। সেখানে তিনি তার পছন্দের ক্রমও উল্লেখ করতে পারবেন। শুধু তাই নয়,আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত পড়ুয়া তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় পাল্টাতে পারবেন।
এই আবেদনের  যে সময়সীমা রাখা হয়েছে তা শেষ হওয়ার পরই সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে। এরপর পড়ুয়ারা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =