পরিচয় লুকিয়ে ভারতে প্রবেশ বাংলাদেশির, ধৃত

এক ব্যক্তির দুই ভিন্ন পরিচয়। বাংলাদেশে তার এক নাম তো সীমান্ত পেরিয়ে ভারতে এসে তারই নাম অন্য কিছু। বাংলাদেশে তিনি বাংলাদেশি নাগরিক তো ভারতে প্রবেশ করলে হয়ে যান ভারতীয়। এবার সেই ব্য়ক্তি আর পুলিশের চোখ এড়াতে পারেনি। পুলিশের জালে ধরা পড়তেই ধৃতকে ছ’দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল মালদহ জেলা আদালত। শনিবার ধৃতকে হাজির করানো হলে বিচারক তাঁর নির্দেশ দেন।
পুলিশ সূত্রে খবর, ধৃত আদতে বাংলাদেশি নাগরিক। ৩১ বছর বয়স। কখনও তিনি থাকতেন মুর্শিদাবাদের কালুখালি এলাকায়। কখনও থাকেন বাংলাদেশের রাজশাহিতে। পশ্চিমবঙ্গে যখন ঢোকেন, তখন নিজেকে ‘সেলিম শেখ’ বলে পরিচয় দেন। আবার বাংলাদেশে তিনিই মহম্মদ দিলওয়ার। মহদিপুর ইমিগ্রেশন পয়েন্ট অথরিটি ওই যুবক ধরেছে। নির্দিষ্ট অভিযোগ জানিয়ে তাঁকে ইংরেজবাজার থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + eight =