বিপুল পরিমাণ মাদক আটক শিয়ালদহ রেল পুলিশের

ফের সাফল্য শিয়ালদহ ডিভিশনের। ভাঙল চক্র। হাতেনাতে পাকড়াও করল এক মাদক পাচারকারীকে। ধৃতের নাম আব্বাস আজামেরি।
পূর্ব রেল সূত্রে খবর, শনিবার শিয়ালদহ স্টেশনের ১২ ও ১৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝেই এই মাদক পাচারকারীকে হাতেনাতে ধরে রেলপুলিশ। রাজস্থান থেকে বাংলায় এসেছিল সে। চলনবলনেই সন্দেহ হয়েছিল তাদের। জিজ্ঞাসাবাদ করে ব্যাগপত্র খতিয়ে দেখতেই আব্বাসের ব্যাগ থেকেই বের হয় বেড়াল। উদ্ধার হয়
সাড়ে তিন কোটি টাকার মূল্যের মাদক। যা নিয়ে ৫১ বছরের আব্বাস পাড়ি দিয়েছিল বাংলায়। সে কোথায় যাবে, এই রেলপুলিশ জিজ্ঞাসাবাদ করতেই সে জানিয়েছিল আজমেঢ় থেকে এসেছে। একজনের সঙ্গে দেখা করবে। তার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন। কারওর সঙ্গে দেখা করবে শুনেই মনে একটু সন্দেহ তৈরি হয় রেল নিরাপত্তারক্ষীদের। সঙ্গে সঙ্গে তার ব্যাগে কী রয়েছে বলে জিজ্ঞাসা করে পুলিশ। এই প্রশ্নেই গোঁত্তা খায় আব্বাস। সঠিক উত্তর দিতে পারেনি।  আর তখনই পড়ে যায়।
এদিকে রেল পুলিশ সূত্রে খবর, আব্বাসের ব্যাগ খুলতেই একটি বিশেষ আকারের প্যাকেট নজরে আসে তাঁদের।  সঙ্গে সঙ্গে তাকে আটক করে। এরপর নারকোটিকস কন্ট্রোল ব্যুরো অর্থাৎ এনসিবিকে খবর দেওয়া হয়। এনসিবির আধিকারিকেরা পরীক্ষা করে জানান, এই প্যাকেটের আড়ালেই ছিল কোটি টাকার মাদক। এরপরই ধৃতের ব্য়াগ থেকে ৬ কেজি মাদক দ্রব্য বাজেয়াপ্ত করেছে শিয়ালদহ ডিভিশনের রেলপুলিশ। পাশাপাশি, কলকাতা নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোতে ধৃতের নামে দায়ের করা হয় একটি অভিযোগ। আপাতত এনসিবি-র হাতেই তুলে দেওয়া হয়  রাজস্থানের বাসিন্দা আব্বাস আজামেরিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =