যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চের তরফ থেকে গত সোমবারই জানানো হয়েছিল বুধবারফেরপথেনামতে চলেছেন তাঁরা। আর সেই ঘোষণা অনুসারে বুধবার পথে নামে চাকরিহারাশিক্ষাকর্মীদেরযোগ্যঅধিকারমঞ্চ।মিছিলকরাহয়, করুণাময়ী থেকে এস এস সি ভবন পর্যন্ত।এদিকে এদিন এসএসসি ভবনে ছিলেন না চেয়ারম্যান। তবে তাঁদের দাবি অনড় চাকরিহারারা। বৃষ্টি মাথায় করে স্লোগান দিতে দিতে এস এস সি ভবনের সামনেই অবস্থানে বসেন। এদিকে এস এস সি ভবনের সামনে বিশাল পুলিশ বাহিনী রাখা হয়েছিল আগেই থেকেই। উপস্থিত বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিপুটি কমিশনার অনিশ সরকার। সামনের সারিতে এসেই চাকরিহারাদের সঙ্গে কথা বললেন তিনি। প্রথমে উইপ্রো মোড় থেকে করুণাময়ী যাওয়ার সমানের রাস্তা বন্ধ থাকলেও পরে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারায় শিক্ষকদের সঙ্গে শিক্ষাকর্মীরাও। তবে ১৭ এপ্রিল শীর্ষ আদালতের রায়ে শিক্ষকদের জন্য খুলে রাখা হয়েছিল একটি পথ। তাতে শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছিল ৩১ শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা চাকরি করতে পারবেন। এদিকে বঞ্চিত হন শিক্ষাকর্মীরা। এরপর তাঁদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গ্রুপ–সি ২৫ হাজার ও গ্রুপ–ডি কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হবে। তবে এখানেও বাদ সাধে হাইকোর্টের রায়। ফলে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়িত হয়নি। এরপর ফের পথে নামার ডাক দেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।
তাদের পক্ষ থেকে তিনটি দাবি সামনে রাখা হয়েছে। প্রথম দাবি, যোগ্য ১২৫৫ জন গ্ৰুপ–সি এবং যোগ্য ২১৩৯ জন গ্ৰুপ–ডি অর্থাৎ সাকুল্যে ৩৩৯৪ জন যোগ্য শিক্ষা কর্মীর সার্টিফাইড লিস্ট এসএসসিকে অবিলম্বে প্রকাশ করতে হবে। দ্বিতীয় দাবি, সব ওএমআর কপি যেগুলি সিবিআই উদ্ধার করেছে তারর স্ক্যান কপিগুলি অবিলম্বে এসএসসির ওয়েবসাইটে আপলোড করতে হবে। আর তৃতীয় দাবি হল, এই ৩৩৯৪ জন যোগ্য শিক্ষাকর্মীকে অবিলম্বে আইনি পদ্ধতি মেনে স্কুলে ফেরাতে হবে।
এই দাবিগুলিকে সামনে রেখেই বুধবার বেলা ১ টা নাগাদ করুণাময়ী থেকে মিছিল করে এস এস সি ভবনের সামনে আসেন চাকরিহারা শিক্ষাকর্মীরা।নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এস এস সি অফিসের সামনে বসে থাকার ঘোষণা করেছেন যোগ্য শিক্ষাকর্মী অধিকার মঞ্চের সদস্যরা।