কসবা কাণ্ডের প্রতিবাদে গড়িয়াহাট মোড়ে বিক্ষোভ বিজেপির। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সকাল থেকেই তপ্ত ছিল গড়িয়াহাট চত্বর। পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে দেখা যায় বঙ্গ বিজেপি নেতাদের। ‘গণতন্ত্রের কণ্ঠরোধ চলছে’, বলে দাবি করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর পুলিশ তাঁর বিরুদ্ধে ব্যারিকেড ভাঙার অভিযোগ এনে একাধিক বিজেপি নেতাকে আটকও করেন। এরপর কলকাতা পুলিশের তরফ থেকে দেখানো হয় গ্রেফতার। সূত্রে খবর, শনিবার এই বিক্ষোভ দেখানোর ঘটনায় গ্রেফতার করা হয় প্রায় ৬২ জন বিজেপি কর্মীকে। গ্রেফতারির এই তালিকায় সুকান্তর সঙ্গে রয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায় আর তমোঘ্ন ঘোষরাও। পুলিশ সূত্রে খবর, তাঁদের প্রতিরোধমূলক গ্রেফতার করা হয়েছে। সঙ্গে এও জানা গিয়েছে, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায় আর তমোঘ্ন ঘোষ তিন জন বেল বন্ডে সই করেননি। একইসঙ্গে জামিনও প্রত্যাখ্যান করেন তাঁরা। এদিকে অন্য ৬২ জন বিজেপি কর্মী সমর্থক বেল বন্ডে সই করলেও তাঁরাও জানান বের হবেন না। এদিকে সুকান্ত মজুমদাররা পুলিশকে স্পষ্ট জানিয়েছেন, রবিবার আদালতে তোলা হোক তাঁদের। এই প্রসঙ্গে লালবাজার থেকে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘বারবার আমায় নিয়ে এসে বেল বন্ডে সই করিয়ে ছেড়ে দেওয়া হয়। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি মেয়েদের সঙ্গে যা ঘটেছে তার একটা প্রতিবাদ হওয়া দরকার। তাই যদি আমায় সারা রাত জেলে থাকতে হয় থাকব।’