কসবা কাণ্ডে প্রতিবাদে শর্তসাপেক্ষে বিজেপিকে মিছিলের অনুমতি আদালতের

গত বুধবার কসবার একটি আইন কলেজে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিরোধী প্রায় সব রাজনৈতিক দল। তেমনই এই ঘটনার প্রতিবাদ করতে চায় বঙ্গ বিজেপিও।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কালীঘাট থেকে কসবা পুলিশ থানা পর্যন্ত মিছিল করতে চেয়েছিল বিজেপি। কিন্তু অনুমতি মেলেনি পুলিশের তরফ থেকে। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা।  এরপর শর্তসাপেক্ষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর র‍্যালিতে অনুমতি কলকাতা হাইকোর্টের। তবে আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় মিছিলের সময় ও স্থানপরিবর্তন করার।একইসঙ্গে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এও নির্দেশ দেন, বেলা একটা থেকে পাঁচটার মধ্যে শেষ করতে হবে এই মিছিল।

এদিকে আদালত সূত্রে খবর, মঙ্গলবার শুনানি চলাকালীন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এ প্রশ্নও করেন, অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, তাহলে কেন থানা পর্যন্ত মিছিল করতে চাইছে বিজেপি। এরপরই নতুন জায়গা ঠিক করতে নির্দেশ দেন। বিচারপতির পর্যবেক্ষণ, খুব ঘিঞ্জি জায়গা। শেষ দুদিন কলকাতায় সমস্যা হয়েছিল।এরপরই রাসবিহারী থেকে কসবা ল কলেজ পর্যন্ত বুধবার মিছিল করার সিদ্ধান্ত নেয় বিজেপি যুব মোর্চা। রাসবিহারীতে দুপুর ১টায় জমায়েত। ৩টেয় মিছিল শুরু। মিছিল শেষে কসবা ল কলেজের সামনে সভার পরিকল্পনা।

প্রসঙ্গত, কসবার এক সরকারি ল কলেজের ইউনিয়ন রুমের ভিতরে ডেকে নিয়ে গিয়ে পড়ুয়াকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।যাঁদের বিরুদ্ধে এই অভিযোগ তাদের গ্রেপ্তারও করেছে পুলিশ। এদিকে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − two =