কসবার ল‘কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার ফের বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে। মঙ্গলবার কলকাতা মেডিক্যালে এক অনুষ্ঠানে মানস বলেছেন, ‘ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।‘ তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে ‘ছোট্ট ঘটনা‘ বললেন, তা উল্লেখ করেননি। সম্প্রতি কসবার ঘটনায় যেভাবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তাতে মানসের এই মন্তব্য অর্থবহ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।
এদিকে সূত্রে খবর, মঙ্গলবার কলকাতা মেডিক্যাল কলেজে এক অনুষ্ঠানে সেচমন্ত্রী বলেন, ‘পহেলগাঁও হামলার অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে তাকান, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে। স্বামী স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে দিচ্ছে। স্ত্রী প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেলে দিচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রতিটি ঘটনা সামলান। কে কী সমালোচনা করছেন দেখবেন না।‘
কসবার ল‘কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার আবহে তৃণমূলের একের পর এক নেতার মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। এবার নতুন করে বিতর্ক তৈরি হল রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়ার এক মন্তব্যকে ঘিরে। মঙ্গলবার কলকাতা মেডিক্যালে এক অনুষ্ঠানে মানস বলেছেন, ‘ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব ওঠে।‘ তবে তিনি নির্দিষ্ট করে কোন ঘটনাকে ‘ছোট্ট ঘটনা‘ বললেন, তা উল্লেখ করেননি। সম্প্রতি কসবার ঘটনায় যেভাবে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে, তাতে মানসের এই মন্তব্য অর্থবহ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহলের একাংশ।কসবা গণধর্ষণ–কাণ্ডের আবহে মন্ত্রীর এই মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়, প্রশ্ন তোলেন বিরোধীরাও।
সম্প্রতি কসবার ঘটনায় তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিধায়ক মদন মিত্রের মন্তব্যে অস্বস্তিতে পড়েছে। বিতর্কিত মন্তব্যের জন্য মদনকে শোকজ করে দল। শোকজের জবাবি চিঠিতে দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মদন। এই প্রেক্ষাপটে এবার মানসের এহেন মন্তব্য নতুন মাত্রা যোগ করল।
এরপরই এদিন দুপুরেই সেচমন্ত্রী এও জানান, ‘কসবা প্রসঙ্গে ছোট ঘটনা কখনও বলিনি। স্বাস্থ্য ক্ষেত্রের ঘটনার কথা বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কত ভাল কাজ করেছেন, সেটা বলেছি। কসবার ঘটনার নিন্দা করি। খারাপ কাজকে আমি কখনও সমর্থন করি না। আমার কথা বিকৃতভাবে ব্যাখ্যা করা হচ্ছে। অযথা জুড়ে দেওয়া হয়েছে।’ এরই রেশ ধরে সেচমন্ত্রী এও বলেন, ‘সামান্য ঘটনা হয়েছে, তা নিয়ে হুড়োহুড়ি হচ্ছে। একটা জিনিস বিচার করবেন, মুখ্য়মন্ত্রী কোনও ঘটনা এড়িয়ে গিয়েছেন কি না। আরজি করের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় যে পদক্ষেপ নিয়েছিলেন সিবিআই তার বাইরে এক ইঞ্চি এগোতে পারেনি।’ পাশাপাশি তাঁর বক্তব্যকে ভুল ভাবে উপস্থাপিত করা হলে প্রয়োজনে আইনি পদক্ষেপ করবেন বলেও হুঁশিয়ারি দেন তিনি।