সরকারি আবাসনের নিচ থেকে উদ্ধার সপ্তম শ্রেণির ছাত্রীর দেহ

সল্টলেকের বিসি ব্লকে সরকারি আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার লরেটো স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী।  এরপর বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। উত্তর বিধাননগর থানা সূত্রে খবর, মৃত ছাত্রীর নাম অদ্রিজা সেন। একইসঙ্গে পুলিশের তরফ থেকে এও জানানো হয়েছে, আদ্রিজার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের দাবি, আত্মহত্যা করতে পারে না অদ্রিজা। তদন্তে নেমেছে উত্তর বিধান নগর থানার পুলিশ। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়।

উত্তর বিধাননগর থানা সূত্রে খবর, গত ২৯ শে জুন সল্টলেকের বিসি ব্লকের সরকারি আবাসনের নিচ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় সপ্তম শ্রেণির ছাত্রী আদ্রিজাকে। তবে পুলিশের প্রাথমিক ধারনা, চার তলার ছাদ থেকে পড়ে আত্মহননের চেষ্টা করে থাকতে পারে ছাত্রী। একইসঙ্গে পুলিশের তরফ থেকে এও জানানো হয়, প্রাথমিক তদন্তের পর এমনই সিদ্ধান্তে পৌঁছেছেন তাঁরা।  ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ।

এর পাশাপাশি ওই ছাত্রীর পরিবার সম্পর্কে পুলিশের তরফ থেকে জানা গেছে, ওই ছাত্রীর বাবা অবসরপ্রাপ্ত শিক্ষা দফতরের ডিআই। মা সটলেকে একটি স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা। গত ২৯ তারিখ মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিল অদ্রিজা। মায়ের সঙ্গে মুড়ি এবং সিঙ্গারা খেতে খেতে খুনসুটিও করে।  বাবা সেই সময় বাজারে বেরিয়েছিলেন।  বাড়ি ফেরার মধ্যে ছিল ৩০ মিনিটের ব্যবধান। তারমধ্যেই এই ধরনের ঘটনা বলে জানা গিয়েছে। আর এই সব ঘটনার প্রেক্ষিতেই  মেয়ের আত্মহত্যার বিষয়টি মেনে নিতে পারছে না পরিবার।

এদিকে উত্তর বিধান নগর থানার তদন্তকারী আধিকারিকেরা জানান, সিসিটিভি না থাকায় তদন্তে খানিকটা বেগ পেতে হচ্ছে তদন্তকারী আধিকারিকদের। পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ সংগ্রহ করেছে। পুলিশ ইতিমধ্যে ছাত্রীর ফোন ও ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 3 =