গাজা এবং ইজ়রায়েলের মধ্যে চলা লড়াই শীঘ্রই শেষ হবে বলে আগেই ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য শর্ত মেনে নিয়েছে ইজরায়েল । একইসঙ্গে এও জানান, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি হবে।
এদিকে সূত্রে খবর, মঙ্গলবার, মার্কিন প্রেসিডেন্ট ইরান–সমর্থিত হামাস সদস্যদের গাজ়ায় ইজ়রায়েলের সঙ্গে ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ মেনে নেওয়ার আহ্বানও জানান। এই প্রস্তাব কাতার এবং মিশরের আধিকারিকদের মধ্যস্থতায় প্রদান করা হবে বলে জানান তিনি। এর পাশাপাশি ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প এও জানান, যে গাজা নিয়ে ইজ়রায়েলি আধিকারিকদের সঙ্গে তাঁর প্রতিনিধিদের বৈঠক হয়। সেই দীর্ঘ বৈঠক ফলপ্রসূ হয়েছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।