কসবা কাণ্ডে সিবিআই তদন্ত চায় না পরিবার, এমনটাই জানিয়েছেন নির্যাতিতার বাবা।এর পাশাপাশি কসবা কাণ্ডে যে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে সেই মামলায় অন্তর্ভুক্ত হতে চায় নির্যাতিতার পরিবার। এর জন্য হাইকোর্টে আইনজীবীও নিযুক্ত করেছেন নির্যাতিতার বাবা, এমনই খবর হাইকোর্ট সূত্রে। বৃহস্পতিবার এই মামলার শুনানি হবে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে।
এদিকে, কসবা কাণ্ডের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্রের আইনজীবী এনরোলমেন্ট বাতিল নিয়ে বুধবার জরুরি বৈঠক ডাকল রাজ্য বার কাউন্সিল। বিকেল ৪ টের সময় হবে এই বৈঠক। হঠাৎ কাউন্সিল বৈঠক ডাকায় উত্তরবঙ্গের প্রতিনিধিরা সম্ভবত যোগ দিতে পারছেন না এই বৈঠকে। ইতিমধ্যে চারজন কাউন্সিল সদস্য প্রয়াত হয়েছেন। কাউন্সিলের বৈঠক করতে নূন্যতম কোরাম মেনে আট জন উপস্থিত থাকতে হয়। এদিকে যা জানা যাচ্ছে তাতে বিকেল চারটেয় হবে এই বৈঠক। সেখানে আইনজীবী মনোজিৎ মিশ্র নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রে খবর। পাশাপাশি এও জানা যাচ্ছে, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের উইমেন্স গ্রিভ্যান্স সেল এই ঘটনায় তদন্ত করবে। লালবাজার সূত্রে খবর, যে সিট গঠন হয়েছিল, সেই ৯ সদস্যকেও আপাতত তদন্তে রাখা হয়েছে।কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই তদন্ত করছে কলকাতা পুলিশের ৯ সদস্যের বিশেষ তদন্তকারী দল৷
এদিকে জানা গিয়েছে, ঘটনার পরের দিন সকালে কলেজের নয়না চট্টোপাধ্যায়কে ফোন করেছিল মূল অভিযুক্ত মনোজিৎ৷ তদন্তকারীরা তিন অভিযুক্তেরই মোবাইল ফোনের কল ডিটেলস রেকর্ড সিডিআএকে সূত্রে খবর, এই কল রেকর্ড খুঁটিয়ে দেখার সময় নজরে এসেছে ঘটনার পরদিন সকালে মনোজিতের নম্বর থেকে কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন করা হয়। পাশাপাশি, পুলিশ একটি ওষুধের দোকানের সিসিটিভি ফুটেজও উদ্ধার করেছে। সেখানে অভিযুক্ত জাইব আহমেদকে দেখা গিয়েছে। সে সেখানে ইনহেলার কিনতে গিয়েছিল। এবার জাইব ও মনোজিতের গতিবিধির আরেক তথ্য হাতে এসেছে তদন্তকারীদের৷
গ্রেপ্তারির সন্ধ্যায় ফার্ণ রোডে কোনও একজনের সাথে দেখা করতে গিয়েছিলেন মনোজিৎ ও জইব। ওই ব্যক্তি কে তা জানতে মরিয়া বিশেষ তদন্তকারী দল সিট–এর তদন্তকারীরা। সঙ্গে এও জানা যাচ্ছে বালিগঞ্জ স্টেশনের কাছে ফার্ন রোডে মনোজিৎ ও জইব সেদিন একসঙ্গেই ছিল। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে টিএল ফার্ন রোডের কাছে মনোজিৎ ও জইবের গতিবিধি নজরে এসেছে। কার সাথে দেখা করতে গিয়েছিল এই দু’জন তা জানতে চান তদন্তকারীরা। পাশাপাশি তিন অভিযুক্তকে একসাথে বসিয়েই বেশ কিছু বিষয় নিয়ে জেরা করতে চাইছেন সিটের সদস্যরা।