দু বছরের জন্য শান্তনুর রেজিস্ট্রেশন বাতিল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের

আপাতত বাতিল হল চিকিৎসক তথা রাজনৈতিক নেতা শান্তনু সেনের ডাক্তারি সংক্রান্ত রেজিস্ট্রেশন। আপাতত ২ বছরের জন্য সাসপেন্ড করা থাকবে রেজিস্ট্রেশন, ফলে চিকিৎসক হিসেবে ২ বছর প্র্যাকটিস করতে পারবেন না শান্তনু সেন, এমনটাই জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল।   

দিনের পর দিন ভুয়ো ডিগ্রি ব্যবহার করে মানুষের চিকিৎসা করছিলেন, এমনই অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা চিকিৎসক শান্তনু সেনের বিরুদ্ধে।  বৃহস্পতিবার রোগী কল্যাণ সমিতিক চেয়ারম্যান সুদীপ্ত রায় জানান, ভুয়ো বিদেশি ডিগ্রি ব্যবহারের সেই অভিযোগ প্রমাণিত হয়েছে।ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলকে না জানিয়ে ওই ডিগ্রি ব্যবহারের অভিযোগ ওঠে। এদিকে এই অভিযোগ ওঠার পর শান্তনু সেন দাবি করেনকাউন্সিল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁকে তলব করেছেকোথাও কোন‌ও অনিয়ম হয়নি। মেডিক্যাল কাউন্সিল প্রতিহিংসামূলক আচরণ করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এফআরসিপি ডিগ্রি নিয়ে শান্তনুর সাফাই হল, এই ডিগ্রি সাম্মানিক, রেজিস্ট্রেশন ছাড়াই ব্যবহার করা যায়। কাউন্সিলের চিঠি পাওয়ার পর যথাযথ ভাবে আবেদন করে রেজিস্ট্রেশন নথিভুক্ত করার জন্য ১০ হাজার টাকা জমাও করেন তিনি।সেই টাকাও ফেরত দেওয়া হচ্ছে না বলে অভিযোগ শান্তনুর।

তৃণমূলের আর এক চিকিৎসক নেতা নির্মল মাজি এই প্রসঙ্গে জানান, ‘শান্তনু সেনকে সাসপেন্ড করা ঠিক সিদ্ধান্ত। ওঁর আচরণের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। উনি যাঁকে আমাকে আক্রমণ করছেন, তিনি আমাদের সবার নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 13 =