সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ  তমান্নার পরিবার

সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ  হলেন কালীগঞ্জের মৃত শিশু তামান্নার মা  সম্প্রতি নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমা ফেটে মৃত্যু হয় ১০ বছরের তমান্না খাতুনের। মেয়ের হত্যার ন্যায়বিচার এবার চান তিনি। আর সেই কারণেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তামান্নার বাবা ও মা।

মেয়ের হত্যার ন্যায়বিচার চাওয়ার পাশাপাশি তাঁরা এও জানান, এখনও লাগাতার হুমকি পাচ্ছেন। অন্তত এমনটাই বক্তব্য তামান্নার বাবার। সঙ্গে প্রশ্ন তোলেন, কেন এতদূর তাঁদের হাইকোর্টে আসতে হল তা নিয়েও। প্রায় একই সুর মৃত তামান্নার মা যের গলাতেও। তিনিও জানান, ‘হুমকি আসছে, ভয় পাচ্ছি, পুলিশকে জানিয়েছি পর্যন্ত।

গত ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল ঘোষণার পরেই বিজয় মিছিল বের করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের অনুগামীরা। অভিযোগ, সেই বিজয়মিছিল থেকেই বোমা ছোড়া হয় হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে।ওইদিন দুপুরে ভাত খেতে বসেছিল হোসেন শেখের ১০ বছরের মেয়ে তামান্না। বোমার আঘাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি পরিবার। মেয়ের মৃত্যুর খবর পেয়ে ওড়িশা থেকে বাড়ি ফেরেন হোসেন শেখ।

শোকস্তব্ধ বাবামায়ের একমাত্র দাবি, দোষীদের ফাঁসি হোক।পরিবারের পক্ষ থেকে ২৪ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় অনেককে গ্রেফতার করেছে পুলিশ। তদন্ত চলছে। এরই মাঝে ন্যায়বিচার চাইতে আদালতে তামান্নার বাবামা।কালীগঞ্জে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের।তাই এবার ন্যায় বিচারের আশায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তামান্নার পরিবার।

এদিকে আদালত সূত্রে খবর, এই মামলায় আইনি লড়াইয়ে নামছেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য।তামান্নার মা জানিয়েছেন, ‘প্রথমে ভেবেছিলাম, পুলিশই বিচার দেবে। কিন্তু ঘটনার এতদিন পরেও মূল অভিযুক্তরা বাইরে, আর গ্রেফতারির নাম নেই। তাই বাধ্য হয়েই আদালতের শরণাপন্ন হতে হচ্ছে। আমরা হাইকোর্টে যাচ্ছি, যাতে নিরপেক্ষ তদন্ত হয়। সিবিআই তদন্তের আবেদন করবেন।প্রসঙ্গত এই ঘটনায় গত শুক্রবারই এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে ধরা পড়েছে তৃণমূলের বুথ সভাপতি গাওয়াল শেখ ও তাঁর ছেলে বিমল শেখ। ধৃতদের কৃষ্ণনগর আদালতে পেশ করেছে পুলিশ। তবে এখন ন্যায়বিচারের জন্য এখন হাইকোর্টই শেষ ভরসা তামান্নার পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 2 =