নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট সিবিআইয়ের

নিয়োগ দুর্নীতি মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি ও গ্রুপডি নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই।

সূত্রের খবর, এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে সিবিআইয়ের তরফ থেকে  আদালতে জানানো হয়, মামলার তদন্তে সাক্ষীর সংখ্যা বেড়েছে। তদন্তে নতুন তথ্য প্রমাণ আরও মিলেছে আর সেই কারণেই বেড়েছে নথি ও তথ্য প্রমাণও। এরই সূত্র ধরে সিবিআইয়ের তরফ থেকে উল্লেখ করা হয়, একাদশ ও দ্বাদশ নিয়োগে নতুন করে ৩৬ জন সাক্ষী ও গ্রুপ ডি মামলায় ১জন সাক্ষীর নাম যুক্ত হয়েছে। একাদশ ও দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে ৮৪টি নথিও যুক্ত হয়েছে। পাশাপাশি গ্রুপ ডি ক্ষেত্রে নথি সংখ‍্যা বেড়েছে ৫টি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতি মামলায় এবার মিডলম‍্যান হিসেবে আব্দুল খালেককে অভিযুক্ত করে, তার বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। ২০২৩ সালের একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগে আব্দুলকে গ্রেপ্তারও করে সিবিআই। তবে বর্তমানে জামিনে আছে এই আব্দুল খালেক। এবার নবম ও দশম শ্রেণির নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত করে তার বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × four =