কসবা কাণ্ডে ধৃত মনোজিত মিশ্রের বিরুদ্ধে এবার মুখ খুললেন তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার। শুধু তাই নয়, মনোজিতের বিরুদ্ধে আনলেন বিস্ফোরক এক অভিযোগ। কসবার ঘটনার পর আরও এক পড়ুয়াও জানিয়েছেন, মনোজিত্ জোর করে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল। এবার তৃণমূলের বহিষ্কৃত নেত্রী রাজন্যা হালদার বক্তব্য সামনে আসায় তৃণমূলের তরফ থেকে মনোজিতকে না চেনার বা না জানার যে ঘটনা সামনে আনা হয়েছে তাতে তৈরি হল এক বিরাট প্রশ্নচিহ্ন।
রাজন্যা এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, এআই দিয়ে তাঁর নগ্ন ছবি প্রথমে বানানো হয়। তারপর সেটি বিভিন্ন লোকজনের মোবাইলে পাঠিয়েও দেওয়া হয়েছিল। পরবর্তীতে তাঁর রাজন্যার স্বামী প্রান্তিককে তাঁর জুনিয়ররা এই ছবি পাঠিয়ে বিষয়টি জানায়। এই প্রসঙ্গে রাজন্যা এও জানান, ‘কসবাকাণ্ডে মূল অভিযুক্তের মোবাইলে আমার নগ্ন ছবি ছিল কি না জানি না। তবে উনি বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছিলেন। এআই দিয়ে আমার ন্যুড ছবি বানানো হয়। তারপর সেটিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। কোন জিনিসটা সার্কুলেট করা হয় সেটা প্রান্তিককে তাঁর জুনিয়ররা এসে বলেই গিয়েছে। এই বিষয়টি সত্যিই চিন্তার। আর সেটার জন্যই বলছি, কসবাকাণ্ডের মূল অভিযুক্তের মতো আমাদের এই তৃণমূল ছাত্র পরিষদে অনেকেই এমন আছে। তাই আমাদের নিজেদের ঘর আগে নিজেদেরই পরিষ্কার করতে হবে। তারপর পরের ঘরের কথা চিন্তা করতে পারব।’
কসবার ল কলেজে ধর্ষণের ঘটনার পাশাপাশি মনোজিতের বিরুদ্ধে বহু নারী নিগ্রহের অভিযোগ উঠছে। এই সব ঘটনা আগে সামনে আসেনি। তবে গত বুধবার কসবার একটি ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে নাম জড়ায় তাঁর। অভিযুক্তকে গ্রেপ্তার করতেই মুখ খুলতে শুরু করেছেন অনেকেই।