মুখ্যমন্ত্রীর সঙ্গে ফের সাক্ষাতের আর্জি জানালেন গ্রুপ–সি, গ্রুপ–ডি চাকরিহারা শিক্ষা কর্মীরা। সূত্রে খবর, এই আর্জি জানিয়ে বৃহস্পতিবার নবান্নে এসে মুখ্যসচিবকে চিঠিও দেন আন্দোলনকারী শিক্ষাকর্মীরা। সঙ্গে তাঁরা এও জানান, গত চার মাস ধরে কোনও বেতনই পাচ্ছেন না তাঁরা। ফলে আর্থিক সঙ্কটের মুখে গ্রুপ সি, গ্রুপ–ডি র একাধিক চাকরিহারা শিক্ষা কর্মীর। আর সেই কারণেই পরীক্ষা না নিয়ে তাদের ফের নিয়োগের আর্জিও এদিন জানান তাঁরা। এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, যোগ্য শিক্ষা কর্মীদের পক্ষ থেকে বৃহস্পতিবারেই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কিন্তু হাওড়া পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে নির্দিষ্ট কিছু কারণের জন্য অনুমতি না মেলায় মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন যোগ্য চাকরিহারা শিক্ষা কর্মী মঞ্চের সদস্যরা। মুখ্য সচিবের অফিসে জমাও দেন একটি চিঠি।
প্রসঙ্গত, ৩ এপ্রিল সুপ্রিম রায়ে চাকরিহারায় শিক্ষাকর্মীরা। ১৭ এপ্রিল শীর্ষ আদালতের রায়ে ৩১ শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য চাকরিহারা শিক্ষক–শিক্ষিকারা চাকরি করতে পারলেও বঞ্চিত হন শিক্ষাকর্মীরা।তাদের ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। গ্রুপ–সি ২৫ হাজার ও গ্রুপ–ডি কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা পাওয়ার কথা রাজ্য সরকার জানলে হাইকোর্টের রায়ে তা আর বাস্তবায়িত হয়নি।