দক্ষিণ কলকাতার কসবার ল’কলেজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে। রাজ্যপাল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে দক্ষিণ কলকাতার ল’কলেজের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন।আর এই ঘটনায় এবার তিনি বার্তা দিলেন, বিশেষ নজর দিতে হবে ছাত্র স্বার্থ রক্ষা এবং আইনের শাসন রক্ষার ওপরেই। একইসঙ্গে তিনি এও জানান, সম্প্রতি কিছুদিন ধরে চলমান এই পরিস্থিতি গুরুত্বের সঙ্গে নজরে রাখছেন তিনি।
এদিকে রাজভবন সূত্রে খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তবর্তীকালীন উপাচার্য এই ঘটনায় রাজ্যপালের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এই ঘটনায় রাজ্যপাল উপাচার্যকে ছাত্র সমাজের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির প্রশাসন যাতে প্রশাসনিক নিয়মকানুন অনুসারে কঠোরভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার জন্য অনুরোধও করেন।
একই সঙ্গে জোর দেওয়া হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিচালনায় যাতে কোনও ধরনের পক্ষপাতিত্ব না থাকে। একইসঙ্গে কোনও ভীতি প্রদর্শনের জায়গাও না হয়ে ওঠে এই সব শিক্ষা প্রতিষ্ঠান তার ওপরেও জোর দেন রাজ্যপাল। পাশাাপশি পরামর্শ দেন, এমন এক ব্যবস্থা করতেই হবে কলেজ কর্তৃপক্ষকে। মানসম্মত শিক্ষা প্রদানে পশ্চিমবঙ্গের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরে রাজ্যপাল বলেন যে শিক্ষা কেবল কর্মসংস্থানের পথ নয়, বরং সভ্যতা, সামাজিক শিষ্টাচার, সহনশীলতা, শ্রদ্ধা এবং দায়িত্বশীল আচরণের জন্মস্থান ও বটে। এর পাশাপাশি রাজ্যপালের সংযোজন, শিক্ষা মানসিক বুদ্ধিমত্তা, সহানুভূতি এবং দ্বন্দ্ব সমাধানের ক্ষমতা তৈরি করে। কসবার ল’কলেজে দুর্ভাগ্যজনক ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করার জন্য জোর দিয়েছেন রাজ্যপাল। একইসঙ্গে তিনি এও জানান, কলেজ প্রশাসন এবং শিক্ষার্থীদের সম্মিলিত দায়িত্ব হল শিক্ষাদান এবং শেখার। সেখানে উভয়পক্ষকেই এর জন্য নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ এবং নিজেকে নিবেদিত করতে হবে। সঙ্গে নিশ্চিত করতে হবে, শিক্ষাঙ্গন যেন অসামাজিক উপাদানের আশ্রয়স্থলে পরিণত না হয়।