রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের বড়সড় রদবদল।ইনটেলিজেন্স ব্রাঞ্চের এডিজি ও আইজিপি পদ থেকে জ্ঞানবন্ত সিংকে সরিয়ে পাঠানো হল ট্রাফিক অ্যান্ড রোড সেফটি বিভাগে।
নবান্ন থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এসসিআরবি–র ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবার দায়িত্ব নিচ্ছেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিজি ও আইজিপি পদে। অন্যদিকে, এতদিন যিনি ট্রাফিক বিভাগ সামলাচ্ছিলেন, সেই ডঃ রাজেশ কুমার সিংকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এডিজি ও আইজিপি (পলিসি), পশ্চিমবঙ্গ পদে।
সরকারি নির্দেশিকায় বদলিকে ‘রুটিন অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার‘ বলা হলেও, আইপিএস মহলের একাংশ মনে করছে, যেভাবে জ্ঞানবন্ত সিংকে ইনটেলিজেন্স ব্রাঞ্চ থেকে ট্রাফিক বিভাগে সরিয়ে আনা হল, তা আদতে গুরুত্ব কমারই ইঙ্গিত। যদিও সরকারি ভাবে একে নিছক রুটিন বদলি বলেই দাবি করা হয়েছে।