ফের একবার সংবাদ শিরোনামে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এই দু’জনকে আবারও সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিলেন বিচারক অরিজিৎ মণ্ডল। এদিকে এক বছর হতে চলেছে আরজি কর–কাণ্ডের। সরকারি এই হাসপাতালের ভিতর এক তরুণী চিকিৎসক পড়ুয়াকে খুন ও ধর্ষণ করা হয়। এই মামলায় নাম জড়ায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ও টালা থানার প্রাক্তন ওসি-র।ইতিমধ্যেই আরজি করে যেখানে তিলোত্তমা ধর্ষণ ও খুন হয়, সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন করেছে পরিবার। সেই মামলার শুনানিতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে সশরীরে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন বিচারক অরিজিৎ মণ্ডল। মঙ্গলবার দু’জনকে সশরীরে আদালতে উপস্থিত থাকতে হবে। কোনও মতামত থাকলে তাঁরা জানাবেন আদালতে। শুনানিতে রাজ্যের তরফ থেকে সরকারি আইনজীবীকেও উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।
এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, আরজি কর–কাণ্ডে টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছিল সিবিআই। তবে পরবর্তী কালে জামিন পান তিনি। এদিকে নির্যাতিতার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, জামিনের পর কোর্টের নির্দেশে হাজিরা দেন প্রাক্তন ওসি।
তবে একা অভিজিৎ নয়, আরজি করে ধর্ষণ–খুনকাণ্ডে অন্যতম অভিযুক্ত হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।অভিজিতের মতো তিনিও এই মামলাটিতে জামিন পেয়েছেন।কিন্তু দুর্নীতির মামলায় জেলে আছেন সন্দীপ।আরজি করের আর্থিক দুর্নীতির মামলায় তিনি অভিযুক্ত।