৯ অগাস্ট ‘কালীঘাট চলো’-ডাক দিল অভয়া মঞ্চ, সমর্থন ট্রেড ইউনিয়নের  ডাকা ধর্মঘটকেও

Featured Video Play Icon

আগামী অগাস্টকালীঘাট চলো’-ডাক দিল অভয়া মঞ্চ। একইসঙ্গে এই মঞ্চের তরফ থেকে জানানো হয়েছে,  ওইদিন এই মিছিল শুরু হবে বিকেল ৪টেয়  হাজরা মোড় থেকে। এই মিছিলে মূলত অংশ নেবে কলকাতা লাগোয়া জেলার মানুষ। সোমবার কলকাতা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক থেকে এই মিছিলে সর্বসাধারণকে অংশ নেওয়ার ডাকও  দিল অভয়া মঞ্চ। সঙ্গে এও জানানো হয়,  অগাস্ট সকালে রাখি বন্ধনের পর জেলায় জেলায় চলবে প্রতিবাদ কর্মসূচি।  এই প্রসঙ্গে বলে রাখা শ্রেয়, আগামী অগাস্ট প্রথম বর্ষ পূর্তি এই অভয়াকাণ্ডের। ঠিক একবছর আগে ২০২৪ আরজি কর হাসাপাতালে খুন হতে হয়েছিল এক তরুণী চিকিত্সককে। এরপর এই ঘটনার প্রতিবাদে উত্তাল হয়েছিল সারা বাংলা থেকে বিশ্ব। ১৪ আগস্ট রাত দখলের ডাক দেওয়াও হয়। তাতে অংশ নেন বাংলার সর্বস্তরের মানুষ। এই আন্দোলনের আঁচ ছড়িয়ে পড়েছিল বিশ্ব জুড়ে। এক মহিলা মুখ্যমন্ত্রীর শাসনকালে এমন ঘটনার তীব্র নিন্দা করেছিল সারা বিশ্ব। এই ঘটনার প্রতিবাদে এরপর থেকে দিনের পর দিন প্রতিবাদের আওয়াজ তুলেছে অভয়া মঞ্চ। এই প্রতিবাদের অংশ হিসেবে  প্রতি মাসের তারিখ শহিদ দিবসও পালন করা হয় এই অভয়া মঞ্চের তরফ থেকে। তবে এর পরও কোনও জাস্টিস পায়নি অভয়ার পরিবার। ঘটনার সত্যতা আসেনি সামনে। যা সাজা ঘোষণা হয়েছে তা অপর্যাপ্ত। ঘটনায় জড়িতদের একজন ছাড়া আর কাউকে গ্রেপ্তারও করতে দেখা যায়নি। শুধু তাই নয়, কেন্দ্রের তরফেও এই ঘটনায় নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। এই ঘটনার পর এক অদ্ভুত ভাবে নির্লিপ্ত থাকতে দেখা গেছে কেন্দ্রকেও। নির্যাতিতার পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও তাঁদেরকে ফেরানো হয়েছে শূন্যহাতে। এমনকী দেখা করার অনুমতি দেওয়া হয়নি রাষ্ট্রপতির সঙ্গেও। শুধু তাই নয়, এই ঘটনার পর বঙ্গে নানা কারণে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তাঁরাও দেখা করেননি নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে। অন্যদিকে তদন্তে সিবিআইয়ের অকারণ দীর্ঘসূত্রিতায়  ছাড় পেয়ে যাচ্ছেন প্রকৃত দুষ্কৃতিরা। সমগ্র এই ঘটনায় দুষ্কৃতিরা হয়ে উঠেছে আরও বেলাগাম, এমনটাই দাবি অভয়া মঞ্চের।

এদিকে কয়েকদিন আগে কসবা কলেজে ঘটে গেছে আরও এক নির্যাতনের ঘটনা। সেখানে গণধর্ষিতা হয়েছেন ওই কলেজেরই এক ছাত্রী। সেখানেই শাসকদলের সঙ্গে দুষ্কৃতিদের স্পষ্ট যোগাযোগ দেখতে পাচ্ছেন অভয়া মঞ্চের সদস্যরা। আর এই সব ঘটনার বিরুদ্ধে এবার ১৪ অগাস্ট ফের রাত দখলের ডাকও দিতে শোনা গেল এই অভয়া মঞ্চকে। রাত ১২টার পর ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করে শুরু হবে এই রাত দখল কর্মসূচি।

এদিকে জুলাই ধর্মঘটের ডাক দিয়েছে  ভারতের সব কটি ট্রেড ইউনিয়ন। শ্রমিকের অধিকার কেড়ে দাসে পরিণত করার ব্যবস্থা হয়েছে শ্রম কোডে। বাতিল করা হয়েছে ২৯টি শ্রম আইন। শ্রম কোডে এমনকি কেড়ে নেওয়ার ব্যবস্থা হয়েছে ধর্মঘটের অধিকার, এমনকি ট্রেড ইউনিয়ন করার অধিকার। ভারতীয় ন্যায় সংহিতায় আবার দল বেঁধে দাবি জানাতে গেলেও জামিন অযোগ্য ধারায় জেলে ভরার ব্যবস্থা রয়েছে। আর কর্পোরেট, মালিকপক্ষ বিধি ভাঙলেও ছাড় পেয়ে যাবে সামান্য জরিমানা দিয়ে। এই শ্রম আইন বাতিলের বিরুদ্ধে এই ধর্মঘটের ডাক। এদিনের এই ধর্মঘটকেও সমর্থন জানাতে দেখা গেল অভয়া মঞ্চকে।  সেদিনও এই ধর্মঘটকে সমর্থন জানিয়ে এক মিছিল সগঠিত করা হবে অভয়া মঞ্চের তরফ থেকে। যা শুরু হবে বিকেল সাড়ে চারটেয় মৌলালি মোড় থেকে। শেষ হবে রাজাবাজারে। মিছিল শেষে রাজাবাজারে  হবে এক জনসভাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − three =