মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত একনাগাড়ে অতিভারী বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গ ৷ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে ৷ নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি আজও চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দাপট কমলেও এই বৃষ্টি পরিস্থিতি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও চলবে । এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে । বুধবারের মধ্যে নিম্নচাপ পুরোটাই সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় । অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তার জেরে আগামী ২৪ ঘণ্টায় বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে। সমুদ্রে দমকা ঝোড়ো বাতাস বইবে । মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার দিনের আকাশ মেঘলা থাকবে । সঙ্গে বজ্রবিদ্যুত–সহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।
তবে বুধবারও পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে দু–এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দু–এক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে ।
এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ শুক্র থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার বিক্ষিপ্তভাবে দু–এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । বৃহস্পতি, শুক্র ও শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।
এর পাশাপাশি আলিপুরের তরফ থেকে এও জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তারপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮এবং সর্বনিম্ন ৯৩ শতাংশ । গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮৭.৫ মিলিমিটার। এই পরিমাণ বৃষ্টির ফলেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রির বেশি নেমে গিয়েছে ।