নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে বুধবারেও, জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়ে বুধবার সকাল পর্যন্ত একনাগাড়ে অতিভারী বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গ ৷ কলকাতার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে ৷ নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টি আজও চলবে বলে জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, দাপট কমলেও এই বৃষ্টি পরিস্থিতি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও চলবে এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে বুধবারের মধ্যে নিম্নচাপ পুরোটাই সরবে ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় অন্যদিকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত তার জেরে আগামী ২৪ ঘণ্টায় বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে সমুদ্রে দমকা ঝোড়ো বাতাস বইবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে

এর পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, বুধবার দিনের আকাশ মেঘলা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুতসহ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে

তবে বুধবারও পশ্চিমের চার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে দুএক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দুএক পশলা হওয়ার সম্ভাবনা রয়েছে

এরপর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ শুক্র থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে

দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বুধবার বিক্ষিপ্তভাবে দুএক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এর মধ্যে রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে বৃহস্পতি, শুক্র ও শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এরপর রবিবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়।

এর পাশাপাশি আলিপুরের তরফ থেকে এও জানানো হয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তারপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস নিচে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮এবং সর্বনিম্ন ৯৩ শতাংশ গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ৮৭.৫ মিলিমিটার এই পরিমাণ বৃষ্টির ফলেই সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রির বেশি নেমে গিয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 3 =