নরসিংহ কলেজের ঘটনায় সৌভিক রায়কে শোকজ করল দল

হাওড়ায় নরসিংহ কলেজে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করা নেতা সৌভিক রায়কে শোকজ করল দল। ১৩ জুলাইয়ের মধ্যে পূর্ণাঙ্গ বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে দলের সঙ্গে কোনও যোগাযোগ না রাখারও। এর পাশাপাশি বলা হয়েছে, দলীয় কর্মসূচি থেকে দূরে থাকতে হবে তাঁকে। সৌভিকের জবাবে সন্তুষ্ট না হলে কঠোর পদক্ষেপ করা হবে, চিঠিতে তেমনটাই উল্লেখ করা হয়েছে।

কসবাকাণ্ডে যখন উত্তাল রাজ্যরাজনীতি, ঠিক সে সময়েই সামনে আসে হাওড়ার ব্যাঁটরার নরসিংহ কলেজের ইউনিয়ন রুমের একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, এক ছাত্রনেতা নবাগত ছাত্রদের প্যান্টের চেন, প্যান্ট খুলিয়ে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করছে। আর এই ছাত্রনেতা নরসিংহ কলেজে প্রাক্তনী টিএমসিপি রাজ্য সহ সভাপতি সৌভিক রায়। ওই কলেজের ছাত্ররাও অভিযোগ জানিয়েছেন, জোর করে প্যান্ট খুলে তাঁদের যৌনাঙ্গ দেখে বিকৃত সুখ পেতেন সৌভিক রায়।

বি কম ইভনিং-এর এক ছাত্র এই প্রসঙ্গে জানান, ‘প্রথমে রুমে আসতে বলা হত। আমি বিকম ইভিনিং কলেজ। রাত ৮টার পর সবাই যখন বেরিয়ে যেত, তখন ইউনিয়ন রুমে থাকতে বলা হত। আমি আর আমার কয়েকজন বন্ধুকে বলছিল,চেন খুলে প্যান্ট খুলতে বলত, যৌনাঙ্গ দেখত, ভিডিয়ো করাত, ছ্যাঁকা দেওয়া, প্যান্টে জল ফেলে দেওয়া।প্রতি বছর কোনও না কোনও ছেলেকে ধরে করত।আমরা এটা নিয়ে তৃণমূল ছাত্রপরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে জানিয়েছিলাম। সেই সময়ে তিনি বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস দিয়েছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 3 =