এবার যোগেশচন্দ্রে টিএমসিপি সদস্যের কীর্তি সামনে আনল বিজেপি

এবার সামনে এল খোদ যোগেশচন্দ্রের ঘটনা। সেখানেও ছাত্রীদের নিরাপত্তা নেই বলেই অভিযোগ বিজেপির। তৃণমূল ছাত্র পরিষদের এক সদস্যের বিরুদ্ধে বিজেপি অভিযোগ,   ক্লাসে এক ছাত্রীর সঙ্গে যে ব্যবহার তৃণমূল ছাত্র পরিষদের সদস্য তন্ময় দে যে ব্যবহার করছেন, তা শিক্ষাক্ষেত্রে উপযুক্ত নয়। এখানে একটা কথা না বললেই নয় যে এই যোগেশচন্দ্রতেই পড়াশুনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

এ ব্যাপারে বিজেপির তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়। একইসঙ্গে বিজেপির তরফ থেকে এও জানানো হয়েছে, তন্ময় কলেজ ক্যাম্পাসে আপত্তিকর আচরণে লিপ্ত হচ্ছেন দীর্ঘদিন ধরে, এবং তার বিরুদ্ধে ছাত্রীরা মুখ খুললেও কার্যত কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিজেপির দাবি, তন্ময়ের এই ক্ষমতার উৎস হলেন সাব্বির আলি, যিনি কলেজের প্রাক্তন ছাত্র হলেও এখনও ক্যাম্পাসে তার দাপট বজায় রেখেছেন। তাঁদের দুজনকেই প্রায়শই তৃণমূল কংগ্রেসের বিভিন্ন কর্মসূচিতে একসঙ্গে দেখা যায়। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা কলেজ চত্বরে এক ত্রাসের পরিবেশ তৈরি করেছেন।

এর আগে মঙ্গলবার সোশাল মিডিয়ায় ভাইরাল হয় সোনারপুর কলেজের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, এক ছাত্রী এক সিনিয়রদাদার মাথা টিপে দিচ্ছেন।এবার সামনে এল যোগেশচন্দ্রের টিএমসিপি সদস্যের এই কীর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four − 3 =