অত্যন্ত ধীরগতিতে নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে। বৃহস্পতিবার সকালে এর অবস্থান ঝাড়খণ্ড ও লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এরপর ঝাড়খণ্ড হয়ে নিম্নচাপ সরবে উত্তর ছত্তিশগড় এলাকায়। একইসঙ্গে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ড–গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণবঙ্গের উপরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার প্রভাবে টানা বৃষ্টি চলছে কলকাতা–সহ জেলায় জেলায়। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সবক‘টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়াবিদরা।
আগামী সপ্তাহে সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে। সেইসঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। ১৪ জুলাইয়ের পর থেকে আবহাওয়া পরিবর্তন হতে শুরু করবে।সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও। উত্তরের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি।
এরপর সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ৪–৫ দিন বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ, বৃহস্পতিবার, আগামিকাল, শুক্রবার বৃষ্টির প্রভাব কমবে। রবিবার ও সোমবার ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে দু–একজায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা।জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে।ফলে রোদ উঠলে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়বে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, হস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। বুধবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৯৭ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার।