দক্ষিবঙ্গের ওপর থেকে সরেছে নিম্নচাপ। এটি শুক্রবার অবস্থান করছে নিম্নচাপ ঝাড়খণ্ডের দক্ষিণ ও লাগোয়া এলাকায়। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দিঘা হয়ে দক্ষিণ–পূর্ব দিকে উত্তর–পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী অক্ষরেখা–সহ চারটি অক্ষরেখা রয়েছে এবং তিনটি ঘূর্ণাবর্ত রয়েছে দেশজুড়ে।ফলে নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও ‘স্ট্রং মনসুন ফ্লো’ রয়েছে। তাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। একইসঙ্গে এও জানানো হয়েছে, সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গেও। তবে দক্ষিণবঙ্গে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
একইসঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, শুক্রবার বজ্রবিদ্যুৎ–সহ ঝড়–বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে ঝড়–বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। থাকবে বজ্রপাতের সম্ভাবনাও। সর্তকতা জারি আলিপুর আবহাওয়া দফতরের।
শুক্রবারের পূর্বাভাসে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় মূলত মেঘলা আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ–সহ বিক্ষিপ্তভাবে দু–এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলীয় বাষ্প বেশি থাকবে বাতাসে। রোদ উঠলে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম। এর আগে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ, আপেক্ষিক আর্দ্রতা ৮৯ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে ১৭.২ মিলিমিটার।