২০২২-এর প্যানেলে বাদ পড়ায় এবার নথি যাচাই পর্ষদের

২০২২ সালে প্রাথমিকের প্যানেল থেকে বাদ পড়া চাকরিপ্রার্থীদের অনেকের নথি যাচাই করবে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ এই নথি যাচাই করবে। ইতিমধ্যেই এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে পর্ষদের তরফ থেকে। একইসঙ্গে পর্ষদের তরফ থেকে এও জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এই নথি যাচাই করা হবে। এদিকে পর্ষদ সূত্রে এ খবরও মিলেছে, সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ ২১২৪ জন চাকরিপ্রার্থীর নথি যাচাই করবে।

পর্ষদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগামী ২২ জুলাই থেকে ৩১শে জুলাই পর্যন্ত নথি যাচাই করার প্রক্রিয়া চলবে। রবিবার বাদ দিয়ে এই কাজ করা হবে। যে যে নথিগুলি মূলত যাচাই করা হবে তার মধ্য়ে অন্যতম হল, মাধ্যমিকের মার্কশিট, জন্মের সার্টিফিকেট, টেটের সার্টিফিকেট। সব মিলিয়ে ১৩ রকমের নথি যাচাই করা হবে। ২০১৭ সালের আগে তাঁরা যে স্কুলে কর্মরত ছিলেন তার বেতন কাঠামো কেমন ছিল সেটাও দেখা হবে।

মূলত যে কারণে তাঁদের চাকরিকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছিল তা হল তাঁদের ডিএলএড কোর্সের চাকরির সার্টিফিকেট। মূলত তাঁরা ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে ১৮মাসের ডিএলএড কোর্স করেছিলেন। এরপর তাঁরা ২০২২ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেছিলেন। পরে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল এই ডিগ্রি বৈধ নয়। এরপর আইনি লড়াই চলে। এদিকে এনসিটিই জানিয়ে দেয়, ২০১৭ সালের ১ এপ্রিলে আগে কর্মরত অবস্থায় ন্যাশানাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে কেউ ডিএলএড করলে তা বৈধ বলে গণ্য হবে। এরপর সুপ্রিম কোর্টের নয়া নির্দেশে প্রায় ১২০০ জনের নথি যাচাই করেছিল পর্ষদ। এবার হাইকোর্টের নির্দেশে ২১২৪ জনের নথি যাচাই হবে। কারণ তারা সুপ্রিম কোর্টের রায়কে সঙ্গে নিয়ে মামলা করেছিলেন। এরপরেই আসে এই নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 5 =