ফের কাঠগড়ায় টিএমসিপি নেতা। টাকার বিনিময়ে সরকারি নথি তৈরির অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে ৷ এবার তাঁর বিরুদ্ধে রেলের লোগো ও ভুয়ো নথি ব্যবহার করে চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষ–লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তুলেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অর্জুন সিং ৷ শুধু তাই নয়, এই ঘটনা তিনি তুলে ধরেছেন সোশাল মিডিয়ায়। পাশাপাশি শাসকদলকে বিদ্ধ করতেও ছাড়েননি তিনিয়
ব্যারাকপুরের প্রাক্তন এই সাংসদের অভিযোগ, ‘নিজেকে ইস্টার্ন রেলওয়ের একজন প্যানেল রিক্রুটার হিসেবে দাবি করে ওই ছাত্রনেতা। আর এইভাবেই তিনি তার প্রতারণার জালও বিছিয়েছেন। সঙ্গে এও জানান, এই প্রতারণার কাজে তিনি অশোকস্তম্ভ এবং রেলের ভুয়ো প্যাড তৈরি করেছেন ৷ যা দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি এভাবে অশোকস্তম্ভের অবমাননাও করেছেন শুভরঞ্জন সিং ৷’
সোশাল মিডিয়ায় ওই পোস্টে অর্জুন আরও দাবি করেছেন, রেলের ভুয়ো নথি ব্যবহার করে এক–একজন চাকরিপ্রার্থীর কাছ থেকে শুভরঞ্জন সিং ৫০ হাজার থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন ৷ আর এরই সূত্র ধরে তৃণমূল সাংসদ এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতির ঘনিষ্ঠ এই ছাত্র নেতার জালিয়াতির বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের দাবিও জানিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ ৷
তবে অর্জুন সিংয়ের এই অভিযোগকে গুরুত্ব দিতে চাননি জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ৷ পাল্টা তাঁকে দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছেন বিধায়ক ৷ আর যুযুধান দুই নেতার রাজনৈতিক তরজায় সরগরম হয়ে উঠেছে ব্যারাকপুর শিল্পাঞ্চল ৷ বৃহস্পতিবারই শ্যামনগরের তৃণমূল ছাত্র পরিষদের নেতা শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে টাকার বিনিময়ে সরকারি নথি তৈরির অভিযোগ করেছিলেন অর্জুন।
শুধু তাই নয়, সরকারি নথি তৈরির রেট চার্ট সোশাল মিডিয়ায় পোস্টও করেন বিজেপি নেতা ৷ সেখানে কোন নথির জন্য, কত টাকা দিতে হবে, তার তালিকাও তুলে ধরা হয় ৷ সেই ঘটনার রেশ কাটতে না–কাটতেই শুভরঞ্জন সিংয়ের বিরুদ্ধে রেলের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ আনেন অর্জুন সিং ৷ তবে এ ব্যাপারে মুখে তৃণমূল ছাত্র পরিষদের নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি৷
তবে, শুভরঞ্জনের মা কৃষ্ণা সিং অর্জুনের দাবিকে উড়িয়ে দিয়ে চক্রান্তের অভিযোগ করেন৷ ছেলের পাশে দাঁড়িয়ে এই ঘটনার তদন্ত চেয়েছেন তিনি ৷ শুভরঞ্জনের পরিবারের দাবি, চক্রান্ত করেই শুভরঞ্জনকে ফাঁসানোর চেষ্টা চলছে ৷
এই প্রসঙ্গে বিজেপি নেতা অর্জুন সিং অবশ্য জানান, ‘কোন কারবারে হাত পাকাননি শুভরঞ্জন ! সমস্ত জালিয়াতির সঙ্গে যোগ রয়েছে শুভরঞ্জনের মতো তৃণমূল নেতাদের ৷ জোর করে জমি–পুকুর লুঠ হোক কিংবা দলিল জালিয়াতি, সবেতেই সিদ্ধহস্ত এঁরা ৷ ব্যারাকপুর থেকে কাঁচরাপাড়া সর্বত্র ছেয়ে গিয়েছে বেআইনি কারবার ৷ অফিসিয়ালি র্যাকেট চলছে এখানে ৷ সিবিআই, ইডি তদন্ত করছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে গোটা বিষয়টি জানিয়েছি ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা ছাড়া এ রাজ্যে কোনও কিছু হয় না ৷ ওঁর অনুপ্রেরণাতেই এসব চলছে ৷’
তবে এই ইস্যুতে অর্জুনকে পাল্টা তোপ দাগেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ৷ সোমনাথ শ্যামের দাবি, ‘অর্জুন সিংয়ের কোনও ব্যক্তিত্ব এবং অস্তিত্ব নেই ৷ উনি নিজে একজন দুর্নীতিগ্রস্ত লোক ৷ ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন জাল নথি তৈরি করে মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন তিনি ৷ সেই দুর্নীতিগ্রস্ত লোকটি যখন কোনও অভিযোগ করছে, তাঁর কথা এত গুরুত্ব ও বিশ্বাস করার প্রয়োজন রয়েছে বলে মনে করি না ৷ বাকিটা দল দেখে নেবে কে খারাপ, আর কে ভালো ৷ ওঁকে বিচার করার দায়িত্ব কেউ দেয়নি ৷ আগে নিজের বিচার করে দেখাক ৷ তারপর অন্যের বিষয় নিয়ে কথা বলবে৷’