চার নাবালকের প্রাণ বাঁচিয়ে রিযেল হিরো কলকাতা পুলিশের এএসআই

গঙ্গায় ভেসে যাচ্ছে চার নাবালক তা নজরে  পড়তেই তড়িঘড়ি নদী থেকে ওই চারজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করলেন কলকাতা পুলিশের এএসআই মানিক দে ছেলেগুলির প্রাণরক্ষা করে এই নাবলকদের পরিবারের কাছে তিনি এখন রিয়েল হিরো

সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে রবিবার বেলা তিনটে নাগাদ এই সমযেই এএসআই মানিক দের নেতৃত্বে কলকাতা পুলিশের একটি স্পিডবোট গঙ্গাবক্ষে টহল দিচ্ছিল সেই সময় মানিক দেখতে পান, নেতাজি সুভাষচন্দ্র ডকের কাছে ছয় নাবালক নদীতে বড় থার্মোকল আঁকড়ে জলের তোড়ে ভেসে যাচ্ছে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের স্পিডবোট সঙ্গে নিয়ে তাদের পিছু নেন এরপর অন্যান্য পুলিশকর্মীদের সাহায্যে ওই ছয় নাবালককে উদ্ধার করেন কলকাতা রিভার ট্রাফিক পুলিশের এএসআই

পুলিশ সূত্রে খবর, ওই চার শিশু রবিবার মেটিয়াবুরুজ এলাকার একটি ঘাটে স্নান করতে নেমেছিল আচমকাই তারা নদীর স্রোতে ভারসাম্য রাখতে না পেরে ভেসে যায় আর এমন অবস্থায় প্রাণরক্ষায় শুরু করে চিৎকারও। তখনই গোটা বিষয়টি গঙ্গাবক্ষে কর্তব্যরত থাকা অবস্থায় মানিক দের চোখে পড়ে এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় পশ্চিম বন্দর থানা এলাকা থেকে ওই নাবালকদের উদ্ধার করা হয়

এই ঘটনার পর কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকদের প্রশংসা কুড়িয়েছেন মানিক দে কলকাতা পুলিশের ডিসি (বন্দর) হরিকৃষ্ণ পাই বলেন, ‘খুব সাহসিকতার কাজ করেছেন এএসআই মানিক দে তিনি কলকাতা রিভার ট্রাফিক পুলিশে কর্মরত

এই বিষয়ে লালবাজারের দাবি, সারাদিন প্রায় বেশ কয়েক ঘণ্টা ধরে গঙ্গাবক্ষে টহল দেয় রিভার ট্রাফিক পুলিশসেসময় অনেক কেউ বিপদে পড়লে উদ্ধার করেন কর্তব্যরত আধিকারিকরা এরকমই একটি ঘটনা ঘটে রবিবার যেখানে ওই চারজন নাবালকের প্রাণ বাঁচান এসএসআই মানিক দে৷ এই ঘটনার পর প্রয়োজনে গঙ্গাবক্ষে টহলদারির পরিমাণ আরও বাড়ানো হতে পারে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × three =