আন্তর্জাতিক ক্রিকেটের ৭০০ উইকেট নিয়ে নয়া রেকর্ড রবিচন্দ্রণ অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি ৭০০ উইকেটের ক্লাবে ঢুকে পড়লেন তিনি। শুধু তাই নয়, ভারতীয়দের মধ্যে দ্রুততম ৭০০ উইকেট পাওয়ার রেকর্ডও গড়লেন। এর আগে ভারতীয়দের মধ্যে অনিল কুম্বলে ও হরভজন সিং এর আগে এই ৭০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেছেন। বর্তমানে অশ্বিনের টেস্ট উইকেট সংখ্যা ৪৭৯। একদিনের ম্যাচে ১৫১ এবং টি-টোয়েন্টিতে ৭২ টি।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট নেওয়ার রেকর্ড করার পাশাপাশি আরও একটা বিরল নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টে পিতা ও পুত্র দু’জনকেই আউট করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। এর আগে টেস্ট ক্রিকেটে চার বার শিবনারায়ণ চন্দ্রপলের উইকেট নিয়েছেন অশ্বিন। বুধবারের ডমিনিকায় তাঁর শিকার হলেন শিবনারায়ণের ছেলে তেগনারায়ণও। ২০১১ সালে নিজের অভিষেক টেস্টে তেজনারায়ণের বাবা শিবনারায়ণ চন্দ্রপলকে আউট করেছিলেন রবিচন্দ্রণ অশ্বিন।