বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল৷ সূত্রে খবর, আগাম জামিনের আবেদন জানিয়েছেন তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও ৷ একুশের ভোট–পরবর্তী হিংসায় বিজেপি কর্মী খুনে এই তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে সিবিআই৷ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই আবেদনের শুনানি হওয়ার কথা বুধবার ১৬ জুলাই।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিক হওয়ার পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন ৷ ঘটনার তদন্ত শুরু করে সিবিআই ৷ পরে অভিজিতের খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিটে অভিযুক্ত হিসেবে পরেশ পাল, স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নাম উল্লেখ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলায় আগামী ১৮ জুলাই এই তিনজনকেই তলব করেছে সিবিআই ৷ বিশেষ সিবিআই আদালতে বাধ্যতামূলকভাবে সশরীরে হাজির হতে নির্দেশ দিয়েছে নিম্ন আদালত ৷ এই হাজিরায় গ্রেফতারির আশঙ্কা করছেন তিন জনেই ৷ আইনজীবী সূত্রে খবর, এই অবস্থায় গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরেশরা।
প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হয় ২ মে ৷ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয় বার ক্ষমতায় ফেরে তৃণমূল৷ এরপর রাজ্যের বিভিন্ন অংশে ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উঠেছিল৷ শাসক দল ও বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতাকর্মী খুন হন ৷ মাসের পর মাস ঘরছাড়া ছিলেন বিজেপি–সহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী–সমর্থকরা। এই সময় নারী নির্যাতনের অভিযোগও উঠেছিল ৷ হাইকোর্টে দায়ের হয় একাধিক মামলা।