সিঙাড়া আর জিলিপি নিয়ে ছড়ানো হয়েছে ভুল তথ্য, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

আম বাঙালির কাছে খুশির খবর মানেই সিঙাড়া আর জিলিপি। আর সেই সিঙাড়া, জিলিপিতে নির্দেশিকা জারি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তবে সত্যিই কোনও নির্দেশিকা জারি হয়েছে কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে তৃণমূল যখন বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে, তখন এই নিয়ে ব্যাখ্যা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীনস্থঅয়েল অ্যান্ড ফ্যাট বোর্ডএকটি নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, বিভিন্ন ক্যাফেটেরিয়া, জনবহুল জায়গায় প্রাত্যহিক খাবারেশারীরিক ঝুঁকির বিষয়ে সতর্ক করতে হবে মানুষকে। খাবারের কত পরিমাণ ফ্যাট, সুগার থাকে, তাতে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে সতর্ক করতে হবে। আর এই নির্দেশিকা ঘিরেই শুরু হয় বিতর্ক। সিঙাড়া, জিলিপি, লাড্ডুর উপর কেন্দ্র নিষেধাজ্ঞা চাপাচ্ছে বলে সরব হন অনেকে। বাংলায় এই নিয়ে সরব হয় তৃণমূল। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘কেন্দ্র সিঙাড়া, জিলিপির উপর বিধিনিষেধ আরোপ করেছে। বলছে, সিঙাড়া, জিলিপির উপর বিপজ্জনক লিখতে হবে। আমাদের পরিষ্কার বক্তব্য, বাংলায় শিঙাড়া, জিলিপির উপর ফতোয়া মানা হবে না। কে কী খাবেন, সেটা তাঁর একান্ত নিজস্ব ব্যাপার। সিঙাড়া, জিলিপি হল সাধারণ মানুষের খাবার। আমজনতার খাবার। খাবারের গুণগত মান ঠিক থাকলেই হবে।

এই নিয়ে বিতর্ক বাধতেই ওই নির্দেশিকার ব্যাখ্যা দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এক বিবৃতিতে জানাল, সিঙাড়া, জিলিপিসহ কোনও স্ট্রিট ফুডের উপর নিষেধাজ্ঞা চাপানো হয়নি। ভারতের স্ট্রিট ফুড সংস্কৃতিকে কোনওরকম টার্গেট করা হয়নি বলে বিবৃতিতে জানানো হয়েছে। কোনও নির্দিষ্ট খাবারের কথাও বলা হয়নি। এদিকে, এই নিয়ে বিতর্ক বাধতেই ভুয়ো তথ্য ছড়ানো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।  তিনি বলেন, সিঙাড়া, জিলিপির উপর কোনও নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকার চাপায়নি।

আর এখানেই প্রশ্ন কিন্তু একটা থেকেই যাচ্ছে, তাহলে কি কেন্দ্রের একটা পরামর্শকে নির্দেশিকা ঠাউরে দিনভর আলোচনায় অকারণে ব্যস্ত রাখল শাসকদল, নাকি এমনটা সত্যিই ইঙ্গিত করা হয়েছিল! এখনও তা ধোঁয়াশা আম বাঙালির কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 9 =