কথা ছিল কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়ে সুবোধ মল্লিক স্কোয়্যার পার হয়ে এগিয়ে গিয়ে লেনিন সরণীর সংযোগস্থল টপকে ডান দিকে এস এন ব্যানার্জি রোড ধরবে বুধবারের মিছিল। এই পরিকল্পনা অনুসারে প্রস্তুতি নেওয়া হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকেও৷ কিন্তু মিছিলের মাঝপথেই আচমকা সিদ্ধান্ত বদলান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এসএন ব্যানার্জি রোডের বদলে আচমকাই লেনিন সরণী ধরে মিছিল নিয়ে ধর্মতলায় পৌঁছান তিনি৷
ভিন রাজ্যে বাঙালিদের নির্যাতনের প্রতিবাদে এ দিন কলেজ স্কোয়্যার থেকে তৃণমূলের এই মিছিল পূর্ব নির্ধারিতই ছিল৷ বেলা দুটো শুরু হয় সেই মিছিল৷ সামনে ছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের শীর্ষ নেতৃত্ব৷ রাজ্যের একাধিক মন্ত্রী হাজির ছিলেন মিছিলে৷ কিন্তু মিছিল সুবোধ মল্লিক স্কোয়্যারের কাছে পৌঁছতেই আচমকা দাঁড়িয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মিছিল কেন আচমকা থমকে গেল তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যেও শুরু হয় জল্পনা। দেখা যায়, অরূপ বিশ্বাস সহ কয়েকজন নেতার সঙ্গে কিছু আলোচনা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা। এরপরই পুলিশকে অরূপ বিশ্বাস জানান, এসএন ব্যানার্জি রোড নয়, মিছিল এগোবে লেনিন সরণী ধরে৷ততক্ষণে মিছিলের একেবারে প্রথম ভাগে যাঁরা ছিলেন, তাঁরা এসএন ব্যানার্জি রোডের দিকে এগিয়ে গিয়েছিলেন৷ মিছিলের রুট বদল হয়েছে শুনে তাঁরা ফিরে আসেন৷ এর পর ফের লেনিন সরণী ধরেই মিছিল এগোতে থাকে৷ ফলে লেনিন সরণীতে যান চলাচল বন্ধ করে নতুন করে যান নিয়ন্ত্রণের পরিকল্পনা সাজাতে হয় পুলিশকে৷