দিল্লি থেকে গোয়ার পথে যান্ত্রিক ত্রুটি ইন্ডিগোর বিমানে

এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনার স্মৃতি এখনও তাজা। এর মধ্যেই বুধবার সন্ধেয় মাঝ আকাশে ফের বিমানে বিপত্তি। দেখা দিল যান্ত্রিক ত্রুটি। এরপই ইন্ডিগোর ওই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে। জানা গিয়েছে, ইন্ডিগোর ৬ই-২৩১ উড়ানটি দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাচ্ছিল। 

একইসঙ্গে এও জানা গেছে, বিমানটি ওড়ার পর রাত ৯টা ২৫ মিনিটে আপৎকালীন পরিস্থিতি সম্পর্কে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে জানান পাইলট। এরপর রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি নিরাপদে অবতরণ করে মুম্বইয়ে। যাত্রীরা সকলেই নিরাপদে আছেন।

জানা গিয়েছে, দিল্লি থেকে গোয়ার উদ্দেশে যাওয়া ওই বিমানে  ওড়ার সময়েই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সূত্রের খবর, এরপর মাঝ আকাশে বিমানের একটি ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর পাইলট সঙ্গে সঙ্গে এটিসিকে অবহিত করেন। মুম্বইয়ে জরুরি অবতরণের অনুমতি চান। রাত ৯টা ২৫ মিনিটে জরুরি অ্যালার্ম বাজানোর পর বিমানবন্দরে আপৎকালীন প্রোটোকল জারি করা হয়। একইসঙ্গে  স্ট্যান্ডবাই রাখা হয় দমকল এবং অ্যাম্বুল্যান্সকেও। এরপরই রাত ৯টা ৪২ মিনিটে বিমানটি মুম্বাই বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে।

এই ঘটনায় ইন্ডিগোর তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়, ১৬ জুলাই দিল্লি থেকে গোয়ার মনোহর আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সময় ৬ই২৩১ উড়ানে ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি।  যথাবিহিত বিধি মেনে বিমানটিকে ঘুরিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করানো হয়। বিমানটির ওড়ার আগে দরকারি পরীক্ষা করা হবে। যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। শীঘ্রই যাত্রীদের নিয়ে সেটি উড়ে যাবে। যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমাও চেয়েছে ইন্ডিগো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + fourteen =