এবার ক্যাম্পাসের ভিতরে পুলিশ পিকেট চেয়ে হাইকোর্টে আবেদন সাউথ কলকাতা ল কলেজের। পাশাপাশি, ছাত্র সংসদের নির্বাচন না হওয়া পর্যন্ত কলেজে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখারও আবেদনও জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এই দুই আবেদনের উপর ২৪ জুলাইয়ের মধ্যে রাজ্যকে অবস্থান জানানোর নির্দেশ দিল হাইকোর্ট।
বৃহস্পতিবার সাউথ কলকাতা ল কলেজের আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় আদালতে রক্ষী সঙ্কট নিয়ে সওয়াল করেন। এই প্রসঙ্গে তিনি আদালতে আর্জি জানান, ‘একজন নিরাপত্তারক্ষী গ্রেফতার। রক্ষী সঙ্কট কলেজে। নতুন করে এজেন্সি মাধ্যমে রক্ষী নিযুক্ত করতে সময় প্রয়োজন। নতুন রক্ষী নিযুক্ত না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে পুলিশ মোতায়েনের ব্যবস্থা করে দিক আদালত।’
এ বিষয়ে বিচারপতি সৌমেন সেনের পর্যবেক্ষণ, ‘কোনও শিক্ষাঙ্গনের ভিতরে পুলিশ রাখার বিরোধী আদালত। রক্ষী নিযুক্ত করুক কলেজ। কে তাদের নিষেধ করেছে।’ পাশাপাশি বিচারপতির পরামর্শ, কসবা থানায় নিরাপত্তারক্ষী চেয়ে আবেদন করতে পারে কলেজ।