ইস্ট-মোহন ডার্বি ১৯ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই

হচ্ছে না শনিবারের ডার্বি। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল আইএফএ। দর্শক সংখ্যা কমিয়ে ডার্বি করার চেষ্টা করা হয়। কিন্তু সম্ভব হল না। মিলল না পুলিশের অনুমতি। যার ফলে ১৯ জুলাইয়ের পরিবর্তে ২৬ জুলাই কল্যাণী স্টেডিয়ামে ডার্বি অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহের অসুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আইএফএর পক্ষ থেকে ডার্বি পিছিয়ে দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে কল্যাণী স্টেডিয়াম পর্যবেক্ষণে যায় পুলিশের আধিকারিকরা। গোটা স্টেডিয়াম ঘুরে দেখেন। পরিকাঠামো খতিয়ে দেখা হয়। দর্শকসংখ্যা কমিয়ে ডার্বি করার প্রস্তাব দেওয়া হয় আইএফএর পক্ষ থেকে। এদিন দুপুরে শোনা গিয়েছিল, পরিস্থিতি ইতিবাচক দিকেই এগোচ্ছে। শনিবার মরশুমের প্রথম ডার্বি আয়োজিত হবে। কিন্তু শেষমেষ ফিট সার্টিফিকেট পেল না কল্যাণী স্টেডিয়াম। হাতে মাত্র একদিন। তারমধ্যে টিকিট ছাপা এবং বণ্টনের বিষয়টি মাথায় রাখা হয়। যার ফলে পিছিয়ে গেল মরশুমের প্রথম ডার্বি। ১৯ জুলাইয়ের বদলে ২৬ জুলাই কল্যাণীতেই হবে কলকাতা লিগের ডার্বি।  

বুধবার আইএফএ জানিয়েছিল, শনিবারের ডার্বি নিয়ে নদিয়া পুলিশের পারমিশন পাওয়া যায়নি। এত কম সময়ের মধ্যে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণ করতে পারবে না। এরপর আই এফ এর পক্ষ থেকে শুরু হয় তোড়জোড়। তড়িঘড়ি বৈঠকে বসেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত।

এরপর বৃহস্পতিবার আইএফএ জানায়, ডার্বি কল্যাণীতেই হবে তবে দিন পরিবর্তন করা হয়েছে। নাদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ  ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫   কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এদিকে ডার্বি কল্যাণীতে হবে, আইএফএর এই ঘোষণার পরেই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছিল, এই সিদ্ধান্তে তারা খুশি নয়। কারণ এত দূরে এই মেগা ম্যাচ দিলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তখন আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলেছিলেন, মোহনবাগান তো এর আগেও অনেকবার কল্যাণীতে খেলেছে। এমনকি আইলিগে যে ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেটাও কল্যাণীতেই হয়েছিল। তাহলে অসুবিধা কোথায়!

প্রসঙ্গত, গতবছর আইএসএলের ডার্বি গুয়াহাটিতে হয়। কিন্তু এবার কলকাতা ডার্বি অন্যত্র করার সম্ভাবনা ছিল না। এইমুহূর্তে কল্যাণী স্টেডিয়াম ছাড়া কোনও বিকল্প নেই। প্রথমে ডার্বি দিয়ে নবরূপে সজ্জিত বারাসত স্টেডিয়ামের উদ্বোধন করার কথা হয়েছিল। কিন্তু এখনও স্টেডিয়াম সম্পূর্ণ তৈরি হয়নি। কাজ চলছে। শেষ হতে আরও এক মাস লাগবে। তাই কল্যাণী স্টেডিয়ামে ডার্বি করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আয়োজনের সময়ের অভাবে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হল মরশুমের প্রথম বড় ম্যাচ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eight =