প্রায় দেড়মাসের ব্যবধানে আজ ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সময়সূচি অনুসারে, বেলা ২টো নাগাদ অন্ডালে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সড়কপথে গান্ধি মোড় থেকে দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন রাস্তা অতিক্রম করে তিনি ৩টে নাগাদ পৌঁছাবেন দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। প্রাকৃতিক প্রতিকূলতা না–থাকলে নরেন্দ্র মোদির রাস্তায় আসার সময় রোড শো করবেন বলেও জানা যাচ্ছে।।শিল্পশহর দুর্গাপুরে সভা করবেন তিনি ৷ একইসঙ্গে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথাও রয়েছে তাঁর।
চলতি বছরে মার্চ মাসের শেষে আলিপুরদুয়ারে এসে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেখান থেকেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি ৷ পাশাপাশি রাজনৈতিক সভা থেকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে ৷ তার পর আবার শুক্রবার প্রধানমন্ত্রী এরাজ্যে আসছেন ৷ এবার তাঁর কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামকে ৷
বঙ্গ বিজেপির সূত্রে খবর, নেহরু স্টেডিয়ামে দু’টি মঞ্চ তৈরি করা হয়েছে ৷ যার একটিতে সরকারি কর্মসূচি হবে ৷ দ্বিতীয়টিতে হবে রাজনৈতিক সভা। সরকারি কর্মসূচির মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী ৫৪০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করার কথা ৷ তেল, গ্যাস, বিদ্যুৎ, সড়ক ও রেলের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনও করবেন তিনি ।যেসব প্রক্লেপর উদ্বোধন ও শিলন্যাস শুক্রবার হতে চলেছে তার মধ্যে রয়েছে,
- মেজিয়া, অন্ডাল ও রঘুনাথপুরে ডিভিসির তাপবিদ্যুৎ প্রকল্পের আধুনিকীকরণ ৷
- তেল ও গ্যাসের পরিকাঠামোগত উন্নয়নের স্বার্থে বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড (বিপিসিএল)-এর প্রায় ১৯৫০ কোটি টাকা মূল্যের সিটি গ্যাস ডিস্ট্রিবিউশন (সিজিডি) প্রকল্পের শিলন্যাস।
- দুর্গাপুর ও কলকাতার মধ্যে (১৩২কিলোমিটার) দৈর্ঘ্যের দুর্গাপুর হলদিয়া ন্যাচারাল গ্যাস পাইপলাইনের উদ্বোধন ৷ জগদীশপুর–হলদিয়া ও বোকারো–ধামরা পাইপলাইনের অংশ হিসেবে তৈরি করা হয়েছে ৷
- দুর্গাপুর ইস্পাত তাপবিদ্যুৎ কেন্দ্র ও দামোদর ভ্যালি কর্পোরেশনের রঘুনাথপুর তাপবিদ্যুৎ কেন্দ্রের ১৪৫৭ কোটি টাকারও বেশি ব্যয়ে দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা–ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি)-এর উদ্বোধন ৷
- পুরুলিয়ায় ৩৯০ কোটি টাকারও বেশি ব্যয়ে পুরুলিয়া–কোটশিলা রেল লাইন (৩৬ কিলোমিটার) সম্প্রসারণের উদ্বোধন ৷
- পশ্চিম বর্ধমানের তোপসি এবং পাণ্ডবেশ্বরে ৩৮০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত দু’টি রোড ওভারব্রিজ উদ্বোধন।
এছাড়াও আরও কিছু প্রকল্পের উদ্বোধন কিংবা শিলান্যাস হতে পারে বলে খবর ৷ তবে দুর্গাপুর কার্যত আশায় বুক বাঁধছে নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে । দুর্গাপুরে বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ ৷ তার মধ্যে এমএএমসি, হিন্দুস্তান ফার্টিলাইজার কর্পোরেশন নতুন করে খোলার ব্যাপারে প্রধানমন্ত্রী কোনও বার্তা দেবেন কি, সেই দিকেই তাকিয়ে শিল্পশহর ৷
শুক্রবারের মোদির সভা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানান, ‘নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনন্ডিএ সরকার সারা দেশের সমস্ত অঙ্গরাজ্যগুলির সার্বিক উন্নয়নের জন্য অঙ্গীকারবদ্ধ । আগামিকাল বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয়তম রাজনীতিবিদ নরেন্দ্র মোদি দুর্গাপুর থেকে ৫ হাজার কোটি টাকার বেশি টাকার বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন ।’ একইসঙ্গে তিনি এও জানান, ‘রেলের সম্প্রসারণ, গ্যাসের পাইপ লাইনের সংযোগ, রেলওয়ে ওভারব্রিজের উদ্বোধন, বিভিন্ন পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কারখানার আধুনিকীকরণ এবং নতুন ইউনিট প্রতিস্থাপন আগামী ভারতবর্ষকে দিশা দেখাবে ৷ আগামী ২০২৬–এ তৃণমূলের বিসর্জন আসন্ন ।’
এদিকে শুক্রবার মোদির সভা ঘিরে দুর্গাপুর ছেয়ে গিযেছে বিজেপির পতাকা–পোস্টারে। শহর জুড়ে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছবি। পদ্মফুল আঁকা গেরুয়া পতাকা দিয়ে মুড়ে ফেলা হয়েছে দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন রোটারি থেকে পথঘাট। শুক্রবার সকাল থেকে নেহরু স্টেডিয়ামে সকাল থেকেই এসপিজির উচ্চপদস্থ আধিকারিক থেকে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশকর্মীদের দৌড়াদৌড়ি নজরে এসেছে।