মহিলাদের নানা ভাবে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কনস্টেবল

নামপরিচয় বদল করে ওয়েবসাইটে মহিলারদের সঙ্গে যোগাযোগ করে কখনও বিয়ের প্রতিশ্রুতি আবার কখনও বা জমি ও গাড়ি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। একজন নয়, একাধিক মহিলার সঙ্গে এই ঘটনা ঘটেযছে বলে অভিযোগ। আর এই অভিয়োগের তির  মহম্মদ নিশাদ আলির দিকে। তিনি বজবজের বাসিন্দা। পেশায় তিনি বিএসএফ কনস্টেবল। অভিযুক্ত দীর্ঘদিন ধরেই নিউটাউনের সাঁপুরজি এলাকায়  এমন ধরনের প্রতারণা করছিলেন বলে অভিযোগ।

এরপর শুক্রবার টেকনোসিটি থানায় একাধিক মহিলা অভিযোগ দায়ের করেন মহম্মদ নিশাদ আলির বিরুদ্ধে। পুলিশ তদন্তে নেমে অবশেষে অভিযুক্ত এই বিএসএফ কনস্টেবলকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তারও করে। এই অভিযুক্তর বিরুদ্ধে  বারো বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। নিশাদের সম্পর্কে এক মহিলা মহিলা অভিযোগকারী জানান, ‘উনি জানিয়েছিলেন যে গাড়ির ব্যবসা করেন। আর তা শুনে তিন গাড়ি নিতে কিনতেও চেয়েছিলেন। চেয়েছিলেন জয়াগা জমি কিনেতও। আর সেই কারণে ওই মহিলার কাছে থেকে তিরিশ লক্ষ টাকাও নিয়েছে নিশাদ। কিন্তু গাড়ি দেয়নি। শুধু তাই নয়, নিশাদ বলেছিলেন তিনি  বেহালায় থাকেন। আদতে থাকেন বজবজে। এটা জানার পরই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। আরও এক অভিযোগকারিনী বলেন, বিয়ের দিকে তাঁর কথা এগোচ্ছিল। সঙ্গে অভিযোগকারিনী জানান, তিনি একজন সিঙ্গেল মাদার। ওই বাচ্চার সঙ্গেও ও নোংরা কার্যকলাপ করেছে। এরপই নিশাদের নামে থানায় অভিযোগ দাযের হয়। আর এক অভিযোগকারিনী জানান, ওর সঙ্গে একটি ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ হয়। বিয়ের দিকে কথা এগোচ্ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 2 =