প্রত্যেক বছরের মতোই এবারেও সাংসদ–বিধায়ক থেকে শুরু করে জেলা বা ব্লকের সভাপতি, ২১ জুলাইয়ের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রায় সব তৃণমূলকর্মী।তবে সোমবারের এই শহিদ দিবসের সভায় ঢুকতেই পারলেন না বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। শুধুমাত্র বিধায়ক বলে পরেশ পালকে চিহ্নিত করলে ভুল করা হবে, তৃণমূলের অন্যতম বর্ষীয়ান নেতাও তিনি। প্রতি বছর ২১ জুলাইয়ের অনুষ্ঠানে উপস্থিতও থাকেন। তবে এবার মঞ্চের কাছাকাছি যেতেই পারলেন না।
এদিকে সূত্রে খবর, সোমবার সকালে নির্ধারিত সময়ে মঞ্চের কাছে উপস্থিত হয়েছিলেন পরেশ পাল। কিন্তু সেখান থেকে ফিরে চলে যান। কারণ হিসেবে জানা যাচ্ছে , মঞ্চে কারা থাকবেন, সেই তালিকায় নাম ছিল না পরেশ পালের। তবে এদিন বিধায়ক দাবি করেন, অসুস্থবোধ হওয়াতেই ফিরে যান তিনি। পরেশ পাল বলেন, ‘আমার শরীর খারাপ। মাথা ঘুরছিল, তাই যেতে পারিনি।’ তবে দল দূরত্ব তৈরি করছে কিনা এ প্রশ্নের জবাবে মুখে কুলুপ আঁটেন পরেশ।
উল্লেখ্য, ২০২১–এর অভিজিৎ সরকার খুনের মামলায় চার্জশিটে রয়েছেন বিধায়ক পরেশ পালের নাম। দীর্ঘদিন ধরে পরেশ পালের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অভিজিৎ সরকারের পরিবার। তাঁদের দাবি, পরেশ পালের মদতেই ওই খুনের ঘটনা ঘটে। ইতিমধ্যে আগাম জামিনের আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থও হন পরেশ পাল।