শহিদ দিবসের মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন শত্রুঘ্ন, কীর্তি, শতাব্দী, মদন

ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের সভায় গরম আর তীব্র রোদে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সাংসদ শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, শতাব্দী রায়। এবং বিধায়ক মদন মিত্র। দ্রুত তাঁদেরঅ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে ছেড়ে দিলেও, হাসপাতালে ভর্তি রয়েছেন মদন মিত্র।

তৃণমূলের কাছে ২১ জুলাই শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, আবেগের দিন বললেও ভুল হবে না। শহিদ দিবসের সভা থেকে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছরই দলের ভবিষ্যৎ কর্মপন্থা স্পষ্ট করেন। তাঁর বক্তব্য শুনতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এই সমাবেশে হাজির হন। এ বছর ব্যতিক্রম শুধু আবহাওয়া। সাধারণত এই সময় বৃষ্টির সম্ভাবনা থাকলেও, এদিন রোদ আর আর্দ্রতা ছিল তীব্র। তার জেরেই ৪ জন অসুস্থ হয়ে পড়েন বলেই জানা গিয়েছে।

তবে সোমবার সকালে হাসিমুখে সভায় উপস্থিত হয়েছিলেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। কিন্তু সভা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই শতাব্দী, মদন মিত্র, কীর্তি আজাদ ও শত্রুঘ্ন সিনহা অস্বস্তি অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁদের সভামঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয়।

প্রতি বছর শহিদ দিবসের মঞ্চের কাছাকাছি মেডিক্যাল ক্যাম্প রাখা হয়। এবারও সেই ব্যবস্থা ছিল তবে পরিস্থিতি গোলমেলে বুঝতে পেরে আর সময় নষ্ট করা হয়নি। চার নেতাকেই সোজা নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। এসএসকেএম সূত্রে খবর,  অতিরিক্ত গরমের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তাঁরা।এদিকে দলের অসুস্থ সদস্যদের খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − seven =