বুধবার ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে

বুধবার ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে উত্তর বঙ্গোপসাগরে। এরপর বৃহস্পতিবার তৈরি হবে নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। নিম্নচাপের প্রভাবে ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর নিচু এলাকা নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

এর পাশাপাশি মঙ্গলবার রাজ্যের দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ৮ জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ২৪ জুলাই, বৃহস্পতিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। দক্ষিণের জেলাগুলিতে দুর্যোগ চলবে ২৩ জুলাই, বুধবার থেকে ২৭ জুলাই রবিবার পর্যন্ত।

দক্ষিণবঙ্গে মঙ্গলবার শুধুই আর্দ্রতাজনিত অস্বস্তি ফলে ঘামে ভিজবে শরীর। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দুএক পশলা বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। মেঘলা আকাশ, কখনও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বুধবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ দুএক পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সম্ভাবনা উপরের দিকের জেলাতে বেশি থাকবে। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দুএক জায়গায় দুএক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সব জেলাতে। দুএক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।

কলকাতায় মঙ্গলবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টি হবে কলকাতায়।

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৮ থেকে ৯৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =