রাজ্যপাল সিভি আনন্দ বোস বঙ্গের দায়িত্বে আসার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ করতে দেখা গেছে তাঁকে। কখনও ভোট–হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য খুলেছেন পিস রুম, আবার কখনও খুলে দিয়েছেন রাজভবনের সুইমিং পুল ৷ এবার তিনি উদ্যোগী হয়েছেন বাংলার ক্রীড়ার উন্নতির জন্য ৷ রাজভবন সূত্রে খবর, ক্রীড়াক্ষেত্রে বাংলাকে একেবারে অলিম্পিক্স স্তরে নিয়ে যেতে চান রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই কারণেই তাঁর এই নয়া উদ্যোগ। ক্রীড়াক্ষেত্রে যাঁরা পেশাদার, তাঁদের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেন তিনি
এই প্রসঙ্গে রাজভবনের ওএসডি জানান, ‘রাজ্যপাল রাজভবনে স্পোর্টস সেল খুলেছেন । রাজভবনের চিফ অফ স্টাফ তথা প্রাক্তন আইএএস এস কে পট্টনায়ককে সেই সেলের দায়িত্বে রাখা হয়েছে। বাংলার ক্রীড়াবিদদের এই সেলের সঙ্গে যুক্ত হওয়ারও আহ্বান জানিয়েছেন রাজ্যপাল। বাংলার ছেলেমেয়েরা আন্তর্জাতিকস্তরে অর্থাৎ অলিম্পিক্সের পর্যায়ে যাতে পৌঁছাতে পারে এবং জিততে পারে, সেই লক্ষ্যই নেওয়া হয়েছে । একই সঙ্গে যাতে ফিটনেস বজায় থাকে সে দিকটাও ভাবা হচ্ছে । একইসঙ্গে এও জানানো হয়েছে, রাজ্যের ক্রীড়ার মানকে অলিম্পিক্সস্তরে উন্নীত করার জন্য বিস্তৃত রোডম্যাপ তৈরি করতে চান রাজ্যপাল। সেই কারণে ক্রীড়া বিশেষজ্ঞ ও মূল অংশীদারদের উচ্চস্তরের বৈঠক ডাকা হবে। আর এই সেই বৈঠক থেকেঅ বাংলার বর্তমান ক্রীড়ার বিষয়ে অবস্থান জেনে নেওয়া হবে ৷ এরপর হবে ভবিষ্যতের পরিকল্পনা। এই গোটা পরিকল্পনাটা নেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘খেলো ভারত’ নীতি ২০২৫–এর সঙ্গে সামঞ্জস্য রেখে । ভারতের ক্রীড়াক্ষেত্রের উন্নতি এবং বিশ্বমানের ক্রীড়াশক্তিতে ভারতকে পরিণত করতেই এই নীতি নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ দেশজুড়ে ক্রীড়া সংস্কৃতিকে প্রাণবন্ত করে তোলা, সাধারণ প্রান্তিক ঘরের ছেলেমেয়ে থেকে শুরু করে সমস্ত অংশের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বমঞ্চে শ্রেষ্ঠত্ব অর্জনই এই নীতির একমাত্র লক্ষ্য।