বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে শক্তিশালী নিম্নচাপ। ক্রমশ শক্তি বাড়িয়ে তা এগিয়ে আসছে বাংলার দিকে। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, দক্ষিণ চিন সাগরে ঘূর্ণিঝড় উইফা ভিয়েতনাম, মায়ানমার, থাইল্যান্ডে প্রবেশ করে। ঘর্ণিঝড় থেকে সেটি ঘূর্ণাবর্তে পরিণত হয়। পাশাপাশি, ঘনাচ্ছে নিম্নচাপ অঞ্চল। এই দুইয়ের প্রভাবে আবার বজ্রবিদ্যুৎ–সহ ঝড়–বৃষ্টি শুরু হতে পারে দক্ষিণবঙ্গে। এর প্রভাব থাকবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। উত্তর বঙ্গোপসাগরে দমকা ঝোড়ো বাতাস বইবে বৃহস্পতিবার। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭ জুলাই রবিবার পর্যন্ত থাকবে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। দু–এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।অন্যদিকে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির আশঙ্কা অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, কোঙ্কণ গোয়া মহারাষ্ট্রে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। দফায় দফায় বৃষ্টি। কোথাও কোথাও একনাগাড়ে বৃষ্টি হবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গে; চলবে সোমবার পর্যন্ত। বৃহস্পতিবার ও শুক্রবার নিম্নচাপের বৃষ্টির সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
তবে উত্তরবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা কম। শুক্রবার থেকে রবিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ির দু–এক জায়গায় দু–এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সব জেলাতেই। দু–এক জায়গায় দমকা ঝোড়ো বাতাস বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ–সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা বেশি রয়েছে। দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি থাকবে। নিম্নচাপের প্রভাবে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়।
আলিপু আবহাওয়া দফতরের তরফ তেকে জানানো হয়েচে, কলকাতায় বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬২ থেকে ৯১ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।