জলের লাইন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হচ্চে বসন্তকুঞ্জের বাঙালিদের, সরব জুন 

দক্ষিণ দিল্লির অত্যন্ত সম্ভ্রান্ত এলাকা বলে পরিচিত বসন্ত কুঞ্জ। আর এই বসন্ত কুঞ্জের কুঞ্জের জয় হিন্দ কলোনিতে থাকা বাংলাভাষীরা পড়েছেন নানা সমস্যায়। অভিযোগ, সেখানে বেছে বেছে বাঙালিদেরই বিদ্যুৎ ও জলের লাইন কেটে দেওয়া হয়েছে। আর এই সমস্যার কথা তুলে ধরলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া।

দেশজুড়ে যখন বিজেপি শাসিত রাজে বাংলা বলায বাঙালিদের হেনস্থা করার অভিযোগ সামনে আসছে এবং তার জেরে বাঙালি অস্মিতার অস্ত্রে শান দিয়ে ময়দানে নামছে তৃণমূল, ঠিক তখনই দিল্লির বসন্ত কুঞ্জের বাঙালি বাসিন্দাদের সমস্যা নিয়ে সরব হতে দেখা গেল বাংলার শাসকদল তৃণমূলকে। বসন্ত কুঞ্জ এলাকার বাঙালিদের সমস্যার কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি লিখলেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া৷

অভিযোগপত্রে সাংসদ জুন মালিয়া জানিয়েছেন, যে ব্যবহার তাঁদের সাথে করা হয়েছে, তা অমানবিক। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানিয়ে সাংসদ লিখেছেন, দেশের স্বরাষ্ট্র মন্ত্রক যেন এই নাগরিকদের ব্যাপারে মানবিক দৃষ্টিভঙ্গি দেখান। একইসঙ্গে তঋণমূল সাংসদের পরামর্শ, সমস্ত স্টেকহোল্ডারদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তার আগে উচ্ছেদ অভিযান স্থগিত রাখা হোক।

প্রসঙ্গত, এখানে সংসদীয় প্রতিনিধি দল পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস। তারা একদিন ধরনা দেন সেখানে। জয় হিন্দ কলোনির অব্যবস্থা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − fourteen =